বনিক বার্তা | মেসবাহুল হক ও আবু তাহের

বৈশ্বিকভাবে জ্বালানির দাম বাড়ায় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) খরচ বেড়েছে কয়েক গুণ। অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় বিদ্যুতের উৎপাদন পর্যায়েও বেড়েছে। এ ব্যয় সামাল দিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬৫ হাজার কোটি টাকার বেশি ভর্তুকির প্রয়োজন হবে। তবে চাহিদার বিপরীতে এ দুই খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ থাকছে ৩৪ হাজার কোটি টাকা, যা চাহিদার অর্ধেক।

  • দেশে এইডস আক্রান্তদের ৩৩ শতাংশ সাধারণ মানুষ। এদের বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী। যাদের মধ্যে রয়েছেন নারী ও পুরুষ যৌনকর্মী, সমকামী, যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি, প্রবাসী শ্রমিক, হাসপাতালে প্রসব সেবা নিতে আসা মা ও রোহিঙ্গা।