Phrase কাকে বলে? Phrase কত প্রকার ও কী কী? Phrase এর বিভিন্ন ব্যবহার।

ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কনফিউজিং ও জটিল একটি টপিক হলো Phrase. শিক্ষার্থীদের মাঝে প্রায়ই Phrase কি, কত প্রকার ও phrase ব্যবহার ও চেনার নিয়ম সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। আজকে আমরা Phrase কাকে বলে, কত প্রকার ও Phrase এর ব্যবহার সম্পর্কে শিখবো।

Phrase কাকে বলে? Phrase হচ্ছে একাধিক শব্দের (word) এর সমষ্টি যাতে কখনো কোনো Finite. Verb থাকে না। অথবা verb থাকলে subject থাকেনা। অর্থাৎ subject এবং verb একসাথে থাকে না। Phrase একা কখনো কোনো পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না। কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে সাহায্য করে।

For example
- The train runs at a very high speed. - Simran comes from a remote area.
- Her going to tour is not fixed.

Explanation: উপরের বাক্যসমূহে at a very high speed, from a remote area এবং Her going to tour হলো একেকটি phrase. এদের মাঝে কোনো finite verb নেই এবং এরা একাকি কোনো বাক্য গঠন করেনি। অন্য বাক্যের সাথে বসে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে সাহায্য করেছে কেবল।

Phrase কত প্রকার ও কী কী?

ইংরেজি গ্রামারে অনেকগুলো phrase রয়েছে। সবগুলো phrase কে সর্বমোট নয়টি ক্যাটাগরিতে ভাগ করা যায়।

01. Noun Phrase

  1. Infinitive Phrase
    03. Preposition Phrase
    04. Adjective Phrase
    05. Adverb Phrase
    06. Verb Phrase
    07. Conjunction Phrase
    08. Interjection Phrase
    09. Participle Phrase

Phrase এর ব্যবহার ও Phrase চেনার উপায়

  1. Noun Phrase
    Noun Phrase কাকে বলে? যে সকল Phrase সাধারণত বাক্যে ব্যবহৃত হয়ে Noun এর কাজ করে এবং অন্যান্য noun কে modify করে বা নিজেই modified হয় তাদেরকে Noun Phrase বলে।

Noun Phrase কত প্রকার?

Noun Phrase সাধারণত তিন প্রকার:

  1. Appositive Phrase
  2. Gerund Phrase
    c. Infinitive Phrase
    নিচে এই তিন প্রকারের Noun phrase সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো—

a. Appositive Phrase কাকে বলে?

যেসকল Noun phrase অন্য একটি noun সম্পর্কে comma (কমা) ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে Appositive বলে।
For example
- Nahidul Islam Kamrul, my favourite teacher, is doing this task for me.
(এখানে my favourite teacher হলো Appositive).

b. Gerund Phrase কাকে বলে?

সাধারণত Gerund অর্থাৎ Verb + ing দিয়ে শুরু হওয়া Phrase সমূহকে Gerund Phrase বলে।
For example
- The ringing of the mobile phone in class disturbs all much.
(The ringing of the mobile phone হলো Gerund Phrase)

c. Infinitive Phrase কাকে বলে?

সাধারণত Infinitive অর্থাৎ to + verb দিয়ে শুরু হওয়া phrase সমূহকে infinitive phrase বলে।
For example
- Kabir likes to take a cup of tea at afternoon.
(এখানে to take হলো Infinitive phrase)

02. Prepositional Phrase কাকে বলে?

সাধারণত Preposition দিয়ে শুরু হওয়া phrase সমূহকে Prepositional Phrase বলা হয়ে থাকে।
For example
- Shisir was crying at the poor. (এখানে at the poor হলো Prepositional Phrase)
- Badsha put the book on the table. (এখানে on the table হলো Prepositional Phrase)

03. Adjective Phrase কাকে বলে?

যেসকল Phrase বাক্যে Adjective এর মতো কাজ করে অর্থাৎ বাক্যের Noun/pronoun কে Modify বা বিশেষায়িত করে তাদেরকে Adjective Phrase বলে।
For example
- The boy in the room is my friend. (এখানে in the room হলো Adjective Phrase)
- The baby on the rooftop is my younger brother. (এখানে on the rooftop হলো Adjective Phrase)

04. Adverb Phrase কাকে বলে?

যেসকল Phrase বাক্যে ব্যবহৃত হয়ে Adverb এর মতো কাজ করে অর্থাৎ Verb, adjective এবং অন্য adverb কে বিশেষায়িত বা Modify করে তাদেরকে Adverb Phrase বলে।
For example
- The boy stood beaides the big tree. (Verb 'stood' কে বিশেষায়িত করে)
- Shafiqur attached the CV along with a formal photo.

05. Verb Phrase কাকে বলে?

যেসকল Phrase একটি বাক্যে বসে finite verb এর কাজ করে থাকে তাদেরকে Verb Phrase বলে। সাধারণত দুই বা তিন শব্দ বিশিষ্ট verb কে verb phrase বলে।
For example
- Rafida is singing an English song.
- Rafiqul Islam takes after his father.
- Rafshan should do the task today.
- Shafiqul gives us taking alcohol.
Explanation: উপরের বাক্যসমূহে is singing, takes after, should do, gives up হলো একেকটি verb phrase.

06. Conjunctional Phrase কাকে বলে?

সাধারণত যেসকল শব্দ সমষ্টি বাক্যে বসে Conjunction এর মতো কাজ করে সেসব শব্দ সমষ্টিকে Conjunctional Phrase বলে।
For example
- Please complete the task as fast as you can.
- Rashed is not only a good player but also a brilliant student.

07. Interjectional Phrase কাকে বলে?

যেসকল শব্দ সমষ্টি সমূহ বাক্যে বসে Interjection এর মতো কাজ করে থাকে তাদেরকে Interjectional Phrase বলে।
For example
- Alas! His brother died.
- Ah! What a nice bird it is!

08. Participle Phrase কাকে বলে?

যে Phrase একটি present participle (verb+ing) অথবা Past participle দিয়ে শুরু হয় তাদের Participle Phrase বলে।
For example
- Coming to the class, he came to understand the topic.

09. Absolute Phrase কাকে বলে?

Absolute Phrase এর সাধারণত একটি subject থাকে কিন্তু সেখানে কোনো Finite verb থাকে না। এটি পুরো Sentence টিকেই Modify করে, শুধু একটি অংশকে নয়।
For Example
- Faisal's arrival for the last time, we all became sad.