Mohammad Abdullah

১) জলে কুমির ডাঙ্গায় বাঘ।

=Between the devil and the deep sea.

২) জলেই জল বাঁধে।

=Nothing succeeds like success.

৩) জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়।

=Life is but a walking shadow.

৪) জোড় যার মুল্লুক তার।

=Might is right.

৫) জ্ঞানই বল।

=Knowledge is power.

৬) জ্ঞান হীন উৎসাহ লাগাম ছাড়া ঘোড়ার মত।

=Zeal without knowledge is a runaway horse.

৭) জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি।

=To add fuel to the fire.

৮) ঝড়ের সময় সবাই ধার্মিক।

=All criminals turn preacher when under the gallows.

৯) ঝিকে মেরে বৌকে শিখানো।

=To teach the guilty a lesson by railing at the innocent.

১০) ঝুঁকি না নিলে লাভ হয় না।

=Nothing venture, nothing have.

১১) ঝোপ বুঝে কোপ মারা।

=Make the best of an opportunity.

১২) টাকা উড়ে চলে যায়, টাকা থাকে না।

=Riches have wings.

১৩) টাকা থাকলেই মানুষ।

=Money makes a man.

১৪) টাকা দিলে কাঠের পুতুলও হা করে।

=Money is the second God.

১৫) টাকা বাড়লে দেমাগ বাড়ে।

=Moodiness is common feature of growing up.

১৬) টাকায় কি না হয়।

=Money makes everything.

১৭) টাকায় টাকা আনে।

=Money makes everything.

১৮) টাকায় বন্ধুত্ব নষ্ট হয়।

=Lend your money and loss your friend.

১৯) টাকার পাখা আছে।

=Riches have wings.

২০) টাকার নৌকা পাহাড় দিয়ে যায়।

=Money makes the mare go.

২১) ঠগ বাছতে গ্রাম উজাড়।

=If you are too particular about a thing, you get it all wrong.

২২) ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি।

=A guilty mind is always suspicious.

২৩) ঠেকে শেখা।

=Learn by experience.

২৪) ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা করে।

=Too many cooks spoil the broth.

২৫) ঠেলায় পড়লে বেড়ালও গাছে উঠে।

=What cannot be cured must be endured.

২৬) ঠেলার নাম বাবাজী।

=Nothing like force.

২৭) ঠ্যাং থাকলে ক্যান নিবি লাঠি।

=Fingers were made before forks.

২৮) ডাঙ্গায় বাঘ জলে কুমির।

=Between a rock and a hard place.

২৯) ডাকের দেয়া বর্ষে না।

=Barking dogs seldom bite.

৩০) ডানপিঠের মরণ গাছের আগায়।

=A reckless man comes by a violent death.