Article Index

বাংলাদেশের নদ-নদী (Rivers of Bangladesh)

প্রঃ বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?

উঃ ২৩০ টি।

প্রঃ বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?

উঃ ৫৭ টি।

প্রঃ উৎস হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টি উৎস ভারতে?

উঃ ৫৪টি।

প্রঃ উৎসস্থল হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টির উৎসস্থল মায়ানমারে?

উঃ ৩টি।

প্রঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?

উঃ হালদা ও সাংগু নদী।

প্রঃ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

উঃ যমুনা।

প্রঃ বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?

উঃ কর্নফুলী।

প্রঃ বাংলাদেশের র্দীঘতম নদী কোনটি?

উঃ সুরমা।

প্রঃ বাংলাদেশের র্দীঘতম নদ কোনটি?

উঃ ব্রহ্মপুত্র।

ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম?

উঃ ২২তম।

প্রঃ ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?

উঃ ২৮৫০ বর্গ কিমি।

প্রঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?

প্রঃ বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়?

উঃ তিব্বতে (সান পো নামে) এবং ভারতের আসামে (ডিহি নামে)।

প্রঃ কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?

উঃ রংপুর।

প্রঃ বাংলাদেশ-মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত?

উঃ নাফ নদী। দৈর্ঘ্য ৫৬ কিঃ মিঃ।

প্রঃ বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?

উঃ হাড়িয়াভাঙ্গা।

প্রঃ মেঘনার উৎপত্তিস্থল কোথায়?

উঃ আসামের লুসাই পাহাড়ে।

প্রঃ উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?

উঃ বরাক নদী।

প্রঃ মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে?

উঃ সুরমা ও কুশিয়ারা।

প্রঃ সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারন করেছে?

উঃ কালনি।

প্রঃ কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারন করেছে?

উঃ ভৈরব বাজারের নিকট।

প্রঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?

উঃ আসামের লুসাই পাহাড়ে।

প্রঃ কর্নফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

উঃ পার্বত্য চট্টগ্রাম দিয়ে।

প্রঃ কর্নফুলী নদী কোথায় পতিত হয়েছে?

উঃ বঙ্গোপসাগরে।

প্রঃ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উঃ সুরমা, (অমলসিদ থেকে কাকুরিয়া) ২৫০ কিঃমিঃ

নদী সংশ্লিষ্ট স্থাপনা (River Involved Construction)

স্থাপনার নাম

অবস্থান ও নদীর নাম

যমুনা সেতু

যমুনা নদীর উপর টাঙ্গাইল, সিরাজগঞ্জ।

কর্ণফুলি সেতু

চট্টগ্রাম, কর্ণফুলি নদীর উপর

ফারাক্কা বাঁধ

গঙ্গা নদীর উপর (মুর্শিদাবাদ)

বাকল্যান্ড বাঁধ

বুড়ীগঙ্গার তীর ঘেষে

হার্ডিঞ্জ ব্রীজ

পাকশীর কাছে পদ্মা নদীর উপর, পবনা।

নিঝুম সেতু

মেঘনা মোহনা, সন্দ্বীপ, চট্রগ্রাম

দক্ষিণ তালপট্টি(পূর্বাশা)

হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা, সাতক্ষীরা।

পাকশী কাগজ কল

পদ্মা নদীর তীরে, পাকশী,পাবনা।

মংলা বন্দর

পশুর নদীর তীরে, বাগেরহাট।

বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১

মেঘনা উপর দাউদকান্দি।

বাংলাদেশ-জাপানা মৈত্রী সেতু-২

গোমতী নদীর উপরে।

বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-১

বুড়ীগঙ্গা নদীর উপর, ঢাকা।

বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-২

শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদের উপর

বাংলাদেশ চীন-মৈত্রী ৩

মহানন্দা নদীর উপর, চাপাইনবাবগঞ্জ।

বাংলাদেশ চীন-মৈত্রী-৪

করতোয়া নদীর উপর, পঞ্চগড়।

চট্টগ্রাম বন্দর

কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম।

আহসান মঞ্জিল

বুড়ীগঙ্গার তীরে, ঢাকা।

তিস্তা বাঁধ প্রকল্প

তিস্তা নদীতে রংপুর।

তিতাস গ্যাস ক্ষেত্র

তিতাস তীরে, ব্রাহ্মণবাড়ীয়া।

পানি বিদ্যুৎ প্রকল্প কাপ্তাই

কর্ণফুলী নদী, রাঙ্গামাটি, পার্বত্য চট্রগ্রাম।


জেলাভিত্তিক নদ-নদী (District Wise Rivers)

জেলা

নদ-নদী

কুষ্টিয়া

ইছামতি, ভৈরব।

চুয়াডাঙ্গা

মেঘনা, কীর্তনখোলা, আড়িয়ালখাঁ, তেঁতুলিয়া, কালাবদর, বিশখালী।

মেহেরপুর

ইছামতি, নবগঙ্গা।

নড়াইল

পদ্মা, গড়াই, কুমার।

ঝিনাইদহ

মধুমতি, কুমার, ভৈরব।

যশোর

গড়াই, কুমার, নবগঙ্গা।

মাগুরা

কুমার, নবগঙ্গা।

ঢাকা

ধলেশ্বর, পদ্মা, মেঘনা।

নারায়নগঞ্জ

মেঘনা, শীতলক্ষা।

মুন্সীগঞ্জ

মেঘনা, ধলেশ্বরী,শীতলক্ষা

নরসিংদী

পদ্মা, যমুনা, ধলেশ্বরী।

গাজীপুর

ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী

মানিকগঞ্জ

তুরাগ, বানার, বালু।

ময়মনসিংহ

ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই, কালনী, ধলেশ্বরী।

কিশোরগঞ্জ

ব্রহ্মপুত্র, যমুনা, বানার।

জামালপুর

কংশ নদী।

শেরপুর

যমুনা, ধলেশ্বরী, বংশী।

টাঙ্গাইল

কংশ, বাউলাই, গোমেশ্বরী, মুগর।

নেত্রকোনা

মধুমতি, কুমার, পদ্মা, আড়িয়াল খাঁ।

ফরিদপুর

পদ্মা, মেঘনা,পালং

শরিয়তপুর

মধুমতি

গোপালগঞ্জ

পদ্মা।

রাজবাড়ী

পদ্মা, মেঘনা।

মাদারীপুর

রূপসা, কপোতাক্ষ, ভদ্রা, ভৈরব, পশুর, শাকবাড়ীয়া, শিবসা।

বাগেরহাট

কপোতাক্ষা, ভদ্রা, ভৈরব

খুলনা

পাঙ্গাশিয়া, কালিন্দী, হাড়িয়াভাঙ্গা, বেতনা, রায়মঙ্গল, মালঞ্চ।

সাতক্ষীরা

মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা।

বরগুনা

বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।

পটুয়াখালী

বিশখালী, হরিণঘাটা,আঁধার মানিক, বেঘাই।

ভোলা

তেঁতুলিয়া, আগুনমখা, লোহানিয়।

বরিশাল

সুগন্ধা, বিশখালী।

ঝালকাঠি

তেঁতুলিয়া, বালেশ্বর, কচাখালী।

নদী তীরবর্তী শহর (Riverside Towns)

শহর

যে নদীর তীরে

আশুগঞ্জ

মেঘনা

কাপ্তাই

কর্ণফুলী ও কাপ্তাই

কুমিল

গোমতী

কুষ্টিয়া

গড়াই

কুঁড়িগ্রাম

ধরলা

খুলনা

ভৈরব ও রূপসার মিলনস্থল

ঘোড়াশাল

শীতলক্ষা

চট্টগ্রাম

কর্ণফুলী

চন্দ্রঘোনা

কর্ণফুলী

চাঁদপুর

মেঘনা

ছাতক

সুরমা

ঝালকাঠি

বিশখালী

ঝিনাইদহ

নবগঙ্গা

টঙ্গী

তুরাগ

টেকনাফ

নাফ

ঠাকুরগাঁও

টাংগান

ঢাকা

বুড়ীগঙ্গা

দিনাজপুর

পুনর্ভবা

নারায়নগঞ্জ

শীতলক্ষ্যা

পাবনা

ইছামতি

ফরিদপুর

আড়িয়ালখাঁ

ফেঞ্চুগঞ্জ

কুশিয়ারা

বগুড়া

করতোয়া

বরিশাল

কীর্তনখোলা

ভৈরব

মেঘনা

মংলা

মংলা

ময়মনসিংহ

পুরাতন ব্রহ্মপুত্র

মুন্সীগঞ্জ

ধলেশ্বরী

রাজশাহী

পদ্মা

সারদা

পদ্মা

সিলেট

সুরমা

সুনামগঞ্জ

সুরমা