Spoken+Grammar Bundle

Article Index

বাংলাদেশের নদ-নদী (Rivers of Bangladesh)

প্রঃ বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?

উঃ ২৩০ টি।

প্রঃ বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?

উঃ ৫৭ টি।

প্রঃ উৎস হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টি উৎস ভারতে?

উঃ ৫৪টি।

প্রঃ উৎসস্থল হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টির উৎসস্থল মায়ানমারে?

উঃ ৩টি।

প্রঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?

উঃ হালদা ও সাংগু নদী।

প্রঃ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

উঃ যমুনা।

প্রঃ বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?

উঃ কর্নফুলী।

প্রঃ বাংলাদেশের র্দীঘতম নদী কোনটি?

উঃ সুরমা।

প্রঃ বাংলাদেশের র্দীঘতম নদ কোনটি?

উঃ ব্রহ্মপুত্র।

ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম?

উঃ ২২তম।

প্রঃ ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?

উঃ ২৮৫০ বর্গ কিমি।

প্রঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?

প্রঃ বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়?

উঃ তিব্বতে (সান পো নামে) এবং ভারতের আসামে (ডিহি নামে)।

প্রঃ কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?

উঃ রংপুর।

প্রঃ বাংলাদেশ-মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত?

উঃ নাফ নদী। দৈর্ঘ্য ৫৬ কিঃ মিঃ।

প্রঃ বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?

উঃ হাড়িয়াভাঙ্গা।

প্রঃ মেঘনার উৎপত্তিস্থল কোথায়?

উঃ আসামের লুসাই পাহাড়ে।

প্রঃ উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?

উঃ বরাক নদী।

প্রঃ মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে?

উঃ সুরমা ও কুশিয়ারা।

প্রঃ সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারন করেছে?

উঃ কালনি।

প্রঃ কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারন করেছে?

উঃ ভৈরব বাজারের নিকট।

প্রঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?

উঃ আসামের লুসাই পাহাড়ে।

প্রঃ কর্নফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

উঃ পার্বত্য চট্টগ্রাম দিয়ে।

প্রঃ কর্নফুলী নদী কোথায় পতিত হয়েছে?

উঃ বঙ্গোপসাগরে।

প্রঃ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উঃ সুরমা, (অমলসিদ থেকে কাকুরিয়া) ২৫০ কিঃমিঃ

নদী সংশ্লিষ্ট স্থাপনা (River Involved Construction)

স্থাপনার নাম

অবস্থান ও নদীর নাম

যমুনা সেতু

যমুনা নদীর উপর টাঙ্গাইল, সিরাজগঞ্জ।

কর্ণফুলি সেতু

চট্টগ্রাম, কর্ণফুলি নদীর উপর

ফারাক্কা বাঁধ

গঙ্গা নদীর উপর (মুর্শিদাবাদ)

বাকল্যান্ড বাঁধ

বুড়ীগঙ্গার তীর ঘেষে

হার্ডিঞ্জ ব্রীজ

পাকশীর কাছে পদ্মা নদীর উপর, পবনা।

নিঝুম সেতু

মেঘনা মোহনা, সন্দ্বীপ, চট্রগ্রাম

দক্ষিণ তালপট্টি(পূর্বাশা)

হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা, সাতক্ষীরা।

পাকশী কাগজ কল

পদ্মা নদীর তীরে, পাকশী,পাবনা।

মংলা বন্দর

পশুর নদীর তীরে, বাগেরহাট।

বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১

মেঘনা উপর দাউদকান্দি।

বাংলাদেশ-জাপানা মৈত্রী সেতু-২

গোমতী নদীর উপরে।

বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-১

বুড়ীগঙ্গা নদীর উপর, ঢাকা।

বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-২

শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদের উপর

বাংলাদেশ চীন-মৈত্রী ৩

মহানন্দা নদীর উপর, চাপাইনবাবগঞ্জ।

বাংলাদেশ চীন-মৈত্রী-৪

করতোয়া নদীর উপর, পঞ্চগড়।

চট্টগ্রাম বন্দর

কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম।

আহসান মঞ্জিল

বুড়ীগঙ্গার তীরে, ঢাকা।

তিস্তা বাঁধ প্রকল্প

তিস্তা নদীতে রংপুর।

তিতাস গ্যাস ক্ষেত্র

তিতাস তীরে, ব্রাহ্মণবাড়ীয়া।

পানি বিদ্যুৎ প্রকল্প কাপ্তাই

কর্ণফুলী নদী, রাঙ্গামাটি, পার্বত্য চট্রগ্রাম।