PHP Tutorial in Bangla

PHP Tutorial in Bangla

PHP Variables

পিএইচপি সহ সকল কম্পিউটার ল্যাঙ্গুয়েজে Variable এর প্রয়োজন হয়। Variable হলো একটি কন্টেইনার বা পাত্র যা বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষণ করে। অনেকটা আমাদের বাজারের ব্যাগের মতো যেখানে বিভিন্ন পণ্য রাখা যায়।

পিএইচপিতে Variable শুরু হয় $ দিয়ে এরপর Variable এর নাম । তারপর = সাইন দিয়ে Variable এর ভ্যালু/মান দেয়া হয়।

উদাহরণঃ

<?php
$txt = "Hello world!";
$x = 5;
$y = 10.5;
?>

$txt একটি Variable যার ভ্যালু Hello world।

$x একটি Variable যার ভ্যালু 5

$y একটি Variable যার ভ্যালু 10.5

PHP Comments (পিএইচপি কমেন্টস)

পিএইচপিসহ যেকোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কোডিং এর সময় বিভিন্ন কমেন্টস লেখা হয় যা প্রোগ্রামের কোন অংশ নয়। এর একমাত্র উদ্দেশ্য কোডটি বা কোডের ব্লকটি কি কারণে বা কিভাবে লিখেছেন সে বিষয়টি সম্পর্কে কমেন্ট আকারে লিপিবদ্ধ করা।  সাধারণভাবে একজন প্রোগ্রামার কর্তৃক কোডিং বা প্রোগ্রাম স্ক্রিপটি প্রায়শই আপডেট/পরিবর্তন/পরিবর্ধন করতে হয়-যা মূল প্রোগ্রামার নিজেও করতে পারে বা অন্য কোন প্রোগ্রামার কাজটি করেন। এক্ষেত্রে কমেন্টস দেখে সহজেই ইতিপূর্বে যা করা হয়েছে  সে সম্পর্কে পুনরায় অবগত হন। যেমন- আমরা ক্লাসে যখন নোট করি তখন বিভিন্ন কমেন্টস/চিত্র/সারসংক্ষেপ ইত্যাদি লিখি- যা দেখে পরবর্তীতে লেখাপড়ার সময় একটি ধারনা পায় কি করতে হবে।

পিএইচপি কমেন্টস লেখার বিভিন্ন উপায় আছে। যেমন-

  • Single-line comments

  • Multiple-line comments

Single-line comments:

আপনি যখন কোন কমেন্ট এক লাইনে লিখবেন-তখন কমেন্টের শুরুতে // বা  # সাইন ব্যবহার করবেন। এই সিম্বল/সাইন ব্যবহার করা মাত্র কমেন্টটি অন্য কালারকোড (সাধারণত সবুজ) ধারণ করবে। যদি কালার পরিবর্তন না হয় তাহলে বুঝবেন সিম্বল/সাইন ব্যবহার সঠিক হয়নি। নিচের উদাহরণটি ভালভাবে বুঝার চেষ্টা করুন।

একটি পিএইচপি ফাইলে সাধারণত এইচটিএমএল (html) ট্যাগ এবং কিছু পিএইচপি (php) স্ক্রিপ্টিং কোড থাকে।

পিএইচপি স্ক্রিপ্ট <? php দিয়ে শুরু হয় এবং ?> ট্যাগ দিয়ে শেষ হয়।

প্রতিটি পিএইচপি স্টেটমেন্ট একটি সেমিকোলন (;) দিয়ে শেষ হয় - যা পিএইচপি ইঞ্জিনকে বলে যে বর্তমান স্টেটমেন্টটি সমাপ্ত হয়েছে।

আপনারা পূর্বেই জেনেছেন,  পিএইচপি ফাইলগুলির জন্য ডিফল্ট ফাইল এক্সটেনশন হলো ".php "। পিএইচপি স্ক্রিপ্টগুলি সার্ভারে কার্যকর করা হয় অর্থাৎ সার্ভার থেকে রান করানো হয়। এজন্য আপনার পিসিটিকে সার্ভারে রুপান্তর করতে হবে অথবা ‍অনলাইন হোস্টিং সার্ভার ব্যবহার করতে হবে। আপনার পিসিটিকে লোকাল সার্ভার এ রুপান্তরের জন্য xampp ব্যবহার করতে পারেন। এটিও ফ্রি এবং সহজেই ইনষ্টল করতে  পারবেন। এছাড়াও, আপনারা প্র্যাকটিসের জন্য অনলাইনে প্ল্যাটফরম ব্যবহার করতে পারবেন। নিচে লিংক দেয়া থাকবে।

নীচে, পিএইচপি স্ক্রিপ্টসহ একটি সাধারণ পিএইচপি ফাইলের উদাহরণ রয়েছে যেখানে বিল্ট-ইন পিএইচপি ফাংশন "echo" ব্যবহার করে ওয়েবপেজ এ " Hello World!" টেক্সট আউটপুট বের করা হয়েছে। প্রতিটি উদাহরণ ভালভাবে বুঝার চেষ্টা করুন এবং প্র্যাকটিস করুন।