Print
Hits: 15218

শতকরা (Percentage)

প্রকৃতপক্ষে শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর সবসময় ১০০ এবং লব শতকরায় নির্ণিত সংখ্যা। যেমন ২০ অংকটির শতকরায় প্রকাশ করলে হবে ২০%।

কৌশলগত সুত্র

= (r x ১০০) / (১০০+r)%

সূত্রের প্রয়োগঃ ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত কম?

সমাধানঃ (৩৫ x ১০০) / (১০০+৩৫) = ৩৫০০/১৩৫ = ২৫.৯৩ টাকা

 

সূত্রের প্রয়োগঃ দুধের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধানঃ (২৫ x ১০০) / (২৫ + ১০০)% = ২৫০০/১২৫ %= ২০%

 

সূত্রের প্রয়োগঃ তেলের মূল্য ২০% কমে গেলে তেলের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে তেলের জন্য খরচের কোন পরিবর্তন হবে না?

সমাধানঃ (২০ x ১০০) / (১০০-২০)% = ২০০০ / ৮০ = ২৫%

 

 = (r x ১০০)/(১০০ - r)%

 [এখানে, + r বৃদ্ধি এবং – r হ্রাস বুঝানো হয়েছে]

 [এখানে, + r বৃদ্ধি এবং – r হ্রাস বুঝানো হয়েছে]