Print
Hits: 222

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ৪ ক্যাটাগরির স্থায়ী পদে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন

 নারী কর্মী নিয়োগ দেবে এসএমসি, লাগবে না অভিজ্ঞতা

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ১ ও ৩ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২ নম্বর পদে দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
৪ নম্বর পদে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

আরও পড়ুন

 প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ৯ম-২০তম গ্রেডে চাকরি, পদ ৪২

বয়সসীমা
সর্বোচ্চ বয়সসীমা ১ অক্টোবর পর্যন্ত গণনা করতে হবে। একই তারিখে ২, ৩ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী হতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ঠিকানায় ই-মেইল অথবা টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

 ব্যানবেইসে ৪০ জনের চাকরির সুযোগ

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৭০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৮১ টাকাসহ মোট ৭৮১ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৪৬ টাকাসহ মোট ৪৪৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ থেকে ২৯ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

সুত্র-প্রথম আলো