• খনিজ তেলের প্রধান রপ্তানী কারক – সোদি আরব ।
  • পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ – কিউবা ।
  • পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ -- ভারত ।
  • কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ -- ইরান।
  • বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় -- চীন।
  • বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় -- ভারত ।
  • বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র।
  • পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় -- এশিয়া মহাদেশে।
  • পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত-- কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা ।
  • পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় -- বাংলাদেশে ।
  • সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় -- কিউবায় ।
  • লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ -- চীন ।
  • পশম রপ্তানীতে শীর্ষ দেশ -- অস্ট্রেলিয়া।
  • পৃথিবীর শ্রেষ্ট চলচিত্র শিল্প -- হলিউড, আমেরিকা।
  • সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ -- মালয়েশিয়া ।
  • পৃথিবীর সবচেয়ে বেশী জুয়েলারী তৈরী দেশ -- ইটালী ।
  • পৃথিবীর প্রধান পাট রপ্তানীকারক দেশ -- বাংলাদেশ ।
  • প্রধান চা আমদানীকারক দেশ -- যুক্তরাষ্ট্র ।
  • বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ -- দক্ষিণ আফ্রিকা।
  • বিশ্বের বেশী তেল উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র ।
  • বিশ্বের সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় -- ব্রাজিল।
  • সবচেয়ে বেশী তামাক উৎপন্ন হয় -- যুক্তরাষ্ট্রে।
  • বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় – ওয়াশিংটন ডিসি ।
  • বিশ্ব ব্যাংকের কার্যক্রম শুরু হয় -- ২৫ জুন, ১৯৪৬ সাল ।
  • বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা -- ১৮৯ টি।

  • এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় -- ১৯৬৬ সালে।
  • এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর -- ম্যানিলা, ফিলিপাইন।
  • এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা – ৬৮ টি ।
  • ইসলামী উন্ন্‌য়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় -- ২০ অক্টোবর, ১৯৭৫ সালে ।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা -- ৫৭ টি।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর -- জেদ্দা, সৌদি আরব ।
  • বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশী ঋন নিয়েছে -- ভারত ।
  • বর্তমানে আই এম এফ-এর সদস্য সংখ্যা -- ১৮৯ (সর্বশেষ সদস্য নউরু, ১২ এপ্রিল, ২০১৬।)
  • বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ -- জাপান ।
  • সার্কভূক্ত দেশ গুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশী -- মালদ্বীপ।
  • বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ -- কাতার (১৩০৪৭৫ ইন্টারন্যাশনাল ডলার) ।
  • বিশ্বের সর্বনিম্ন মাথাপিছু আয়ের দেশ -- জিম্বাবুয়ে (০৯ ইউএসডি)
  • বিশ্বের সেরা ধনী ব্যক্তি ২০১৯ -- জেফ বেজোস। পৃথিবীর সবচেয়ে বড় ইকমার্স ওয়েবসাইট এমাজনের উদ্যোক্তা ও সিইও। মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার। 
  • বিল গেটস্‌ বর্তমানে কততম -- ২য় স্থান। সম্পদের পরিমাণ ৯০বিলিয়ন ডলার।
  • ইউরোপের একক মুদ্রা ইউরো চালু হয় -- ১ জানুয়ারী, ১৯৯৯।
  • ইউরো মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয় -- ১ জানুয়ারী, ২০০২।
  • ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় -- ১১ টি দেশে।
  • ইউরোপে একক মুদ্রা ইউরো বর্তমানে চালু আছে -- বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে। পরে ইউরোপের অন্যান্য দেশ যেমন, ২০০১ সালে গ্রিস, ২০০৭ সালে স্লোভেনিয়া, ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা, ২০০৯ সালে স্লোভাকিয়া, ২০১১ সালে ইস্তোনিয়া, ২০১৪ সালে লাতভিয়া এবং ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করতে শুরু করে। 
  • সর্বশেষ ইউরো মুদ্রা চালু করে কোন দেশ-লিথুনিয়া (২০১৫ সালে)।
  • ইউরো মুদ্রাটি কত রকমের নোট নিয়ে গঠিত -- ৭ রকমের।
  • ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও, এখনো ইউরো গ্রহণ করেনি -- যুক্তরাজ্য, সুইডেন এবং ডেনমার্ক।
  • বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি --  যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার) ।
  • কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে --  সৌদি আরব (এক-চর্তথাংশ)
  • চাল উৎপাদনর শীর্ষ দেশ -- উঃ চীন ।
  • মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল -- ১৯৭৩ সালে ।
  • আফ্রিকার সবচেয়ে বেশী সম্পদশালী দেশ -- দক্ষিণ আফ্রিকা ।
  • মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ -- হংকং।
  • কোকেন উৎপাদনের প্রধান দেশ -- পেরু ।
  • ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় -- উঃ ১৮৬১ সালে।
  • বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় -- ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
  • বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট -- ডেভিড ম্যালপাস (২০১৯ সাল থেকে)।
  • বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক -- ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত ।
  • পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ণ ব্যবহারকারী দেশ -- ভারত ।
  • প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ -- চীন ।
  • বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী  -- দক্ষিণ আফ্রিকা ।
  • বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ -- চীন ।
  • বিশ্বের বৃহত্তম তেল কুপ -- ব্রাজিলের পি-৩৬।
  • কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে -- ৩ মার্চ, ২০০১।
  • যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় -- ৫৪,৫৪১ ডলার (২০১৮) ।
  • বিশ্ব অর্থনীতিতে এখন বাংলাদেশের অবস্থান- ৪২ (‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৩০: আওয়ার লং টার্ম প্রজেকশন ফর ৭৫ কান্ট্রিস’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী )।