Mohammad Abdullah

এই পর্বে আমরা শিখব কিছু Proverbs, যাকে বাংলায় বলে প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য। এসকল প্রয়োজনীয় Proverbs/প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য/Bangla to English Proverbs (বাংলা থেকে ইংলিশ প্রবাদ বাক্য)বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা ও প্রতিযোগীতামূলক পরীক্ষায় আসতে পারে।

১) বোকা চুপ করে থাকতে পারে না

=A fool cannot be silent.

২) বোকা হাসে অন্যের হাসি দেখে

=All fool laughs when others laugh.

৩) বোকার হাসি দশ বার

=Fools laugh ten times.

৪) ব্যর্থতা সাফল্যেরই ভিত্তি ভূমি

=Failure are but pillars of success.

৫) ব্যবহারে বংশের পরিচয়

=Manners make the man.

৬) ব্যবহারই মানুষকে তৈরী করে

=Manners make the man.

৭) ভড়া কলসি নড়ে না

=Still waters run deep.

৮) ভয় করলে ভয় আপনি এসে পড়ে

=Harm watch, harm catch

৯) ভাই ভাই ঠাঁই ঠাঁই

=Brothers will part.

১০) ভাগের মা গঙ্গা পায় না

=Too many cooks spoil the broth.

১১) ভাগ্য সাহসীদের পক্ষে

=Fortune favours the brave.

১২) ভাগ্যবানের বোঝা ভগবানে ভয়

=Fortune favours the brave.

১৩) ভাগ্যবানের বৌ মরে, হতভাগার গাভী

=Who lost his wife can marry; who lost his cows can do nothing.

১৪) ভাগ্যে যা আছে তাই হবে

=What is lotted can’t be blotted.

১৫) ভাগ্যের লিখন না যায় খন্ডন

=What is lotted can’t be blotted.

১৬) ভাঙ্গা মন জোড়া লাগে না

=Lost credit is like a broken glass.

১৭) ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন

=Look before you leap.

১৮) ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

=Look before you leap.

১৯) ভাবেতে মজিলে মন কি বা হাড়ি কি বা ডম

=Love is blind.

২০) ভাল কাজের পুরস্কার লাগে না

=Virtue is its own rewarded.

২১) ভাল হইতে পয়সা লাগে না

=Civility costs nothing.

২২) ভালভাবে বোকা সাজতে গেলে বুদ্ধিমান হতে হয়

=It’s a cunning part to play the fool well.

২৩) ভালভাবে যুদ্ধ আরম্ভ করলে জয়ের স্পষ্ট আভাস পাওয়া যায়

=A good beginning is half the battle.

২৪) ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া

=Beggars must not be choosers

২৫) ভিক্ষার চালে কেউ উন্নতি করতে পারে না

=Beggars must not be choosers

২৬) ভিমরুলের চাকে হাত দেওয়া

=To stir up a hornet’s nest

২৭) ভীরুরা মরার আগেই দু-বার মরে

=Cowards die many times before their death.

২৮) ভুল মানুষেরই হয়

=Too err is human.

২৯) মক্কার লোক হজ্জ পায় না

=The nearer the church, the further from God.

৩০) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন

=Risk all to win.