Mohammad Abdullah

                                         Identification of Pronoun

 

1) Sentence এবং Clause এর Subject হিসেবে Subject Pronoun ব্যবহৃত হয়।

  1. a) She and I have seen this movie before.
  2. b) If the weather is good, George and I will go to the beach.
  3. c) After Sandy talked them into buying bikes, she and they never drove to school.
  4. d) Frank and we are going to join the same fraternity.

2) Positive Degree তে ব্যবহৃত so…….as, as……as এবং Comparative Degree তে ব্যবহৃত than এর পরে Subject Pronoun হবে যদি Subject এর সাথে তুলনা করা হয়। কিন্তু, যদি object  এর সাথে তুলনা করা হয় তবে Object Pronoun  হতে পারে।

  1. a) Alom was as honest as she.
  2. b) He is taller than I.

3) Subject + Be Verb এর পরে Subject Pronoun বসে।

  1. a) It was she whom everyone wanted to win.
  2. b) This is he
  3. c) I have to admit that it was I who wanted to go.

4) Sentence এবং Clause এর Object হিসেবে Object Pronoun বসে।

  1. a) He always helps my wife and me with our tax returns.
  2. b) The bus leaves Ted and her at the corner.

5) Preposition এর পরে Object Pronoun বসে।

Note:-

Preposition যদি Conjunction অথবা Adverb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর Object Pronoun  হবে না। ‍Subject Pronoun হবে।

  1. He will make her presentation after him.
  • He will make her presentation after he finishes his speech.

6) Infinitve, participle বা Gerund থাকলে এদের পর Object Pronoun বসে।

  1. a) He tried to follow me.

6) Let এর পরে যদি Pronoun আসে তাহলে Object Pronoun বসে।

  1. a) Let him
  2. b) Let Anthony and them play in the stadium.

7) Sentence এ ing যুক্ত Verb-এর পূর্বে যদি Pronoun আসে তাহলে Possessive Pronoun বসে।

  1. a) My father approves of my studying in the United States.
  2. b) The doctor insisted on her taking a leave of absence.

Note:- Preferences between Rule (3) and Rule (7)

যদি এমন হয় যে, Sentence এ be Verb+…..(Pronoun to be used)+(Verb+ing) থাকে, তবে Present Participle এর ক্ষেত্রে Rule (3) বেশি অগ্রাধিকার পাবে।

  1. This is she laughing.

অন্যদিকে ing-যুক্ত Verb-টি Gerund হলে Rule (7) বেশি অগ্রাধিকার পাবে।

  1. This is her laughing which annoys me.

 

Uses of Who/Whoever and Whom/Whomever.

Who এর ব্যবহার:-

1)Who যদি ব্যাক্তিকে নির্দেশ করে এবং Verb-এর Subject হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ Sentence- এ শূন্যস্থান এর পর যদি সরাসরি একটি Verb থাকে তাহলে গ্যাপের মধ্যে Who ব্যবহৃত হবে।

  1. I know the candidate who was elected.
  2. An Architect is someone who designs

2) Sentence-এ gap এর পর যদি একটি Subject এবং দুটি Verb থাকে তাহলেও gap-এর মধ্যে Who ব্যবহৃত হবে। তবে পূর্বেও Subject + Verb  থাকতে হবে। অর্থাৎ, মনে রাখতে হবে যে, Sentence এ যতগুলো Verb, ঠিক ততগুলো Subject থাকবে।

       Subject+ verb+who+subject+verb+verb+ext.

Example:- He was the boy who I think is a student.

****)He was the author whom I believed was most likely to receive the Ekushey award. No Error.

এখানে দেখে মনে হয় whom ব্যবহৃত হয়েছে এবং এটি সঠিক। কিন্তু, এখানে who ব্যবহৃত হবে। কারণ, “I believed”  অংশটি এখানে Clause বা বাক্যাংশ। আর “I believed”  এর পর was এর subject হিসেবে who  

ব্যবহৃত হবে। সুতরাং উত্তরটি হবে,

He was the author who I believed was most likely to receive the Ekushey award. No Error.

তবে মনে রাখতে হবে যে, পূর্বে Subject+ Verb না থাকলে উপরের নিয়মটি প্রযোজ্য হবে না তখন whom  হবে।

       ***)The man whom you met is a doctor.

Whom এর ব্যবহার:-

1)Whom ব্যাক্তিকে নির্দেশ করে এবং object হিসেবে ব্যবহৃত হয়। Sentence-এ gap এর পর যদি সরাসরি একটি Subject এবং একটি finite verb  থাকে তাহলে gap- এর মধ্যে object হিসেবে whom ব্যবহৃত হবে। অর্থাৎ-

Whom + Subject+ একটি finite verb+ext.

  1. I asked him whom he was calling.

 2) Sentence-এ gap এর পূর্বে যদি Preposition থাকে তাহলে gap-এর মধ্যে Object হিসেবে whom ব্যবহৃত হয়। অর্থাৎ,

Preposition+Whom+Subject+Verb+Ext.

3) {All of, most of, none of, neither of, either of, any of, some of, many of, much of, (a) few of, both of, half of, each of, one of, two of} +Whom(For people) + Which(For things).

  1. a) Martin tried on three jackets, none of which fitted him.
  2. b) Two men, neither of whom I had seen before, came into the office.

4) Whoever/Whomever এর ব্যবহার:-

  1. a) Antecedent নির্দিষ্ট হলে Subject হিসেবে Who  এবং  Object  হিসেবে whom ব্যবহৃত হয়।
  2. b) Antecedent অনির্দিষ্ট হলে Subject  হিসেবে Whoever  এবং  Object  হিসেবে whomever ব্যবহৃত হয়।

             *) I saw the man who came here.

             *) Tickets are given to whoever wants them.

             *) You are the man whom I wanted.

             *) Give the prize to whomever you like.