Mohammad Abdullah

 

১) গভীর জল ধীরে বয়।

= Still water run deep.

২) গরজে গোয়ালা ঠেরা বয়।

=What cannot be cured must be endured.

৩) গরিবের কথা বাসি হলে ফলে।

=Nobody listen to the advice of an ordinary man however good it may prove in the long run.

৪) গরু মেরে জুতা দান।

=To rob Peter to rob Paul.

৫) গলার নিচে গেলে আর মনে থাকে না।

=Eaten bread is soon forgotten.

৬) গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।

=Practice makes a man perfect.

৭) গাং ডিঙ্গালে কুমিরকে কলা।

=When the danger is gone, God is forgotten.

৮) গাঁয়ে মানে না আপনি মোড়ল।

=A self-constituted leader.

৯) গাছে কাঁঠাল গোঁফে তেল।

=To count one’s chickens before they are hatched.

১০) গাছে না ‍উঠতেই এক কাঁদি।

=To count one’s chickens before they are hatched.

১১) গাছেরও খাওয়া, তলারও কুড়ানো।

=To reap the double advantage.

১২) গাধা গাধাই, হোক সে রাজার গাধা।

=The ass of a king is still but an ass.

১৩) গুজব খুব দ্রুত ছড়ায়।

=Rumour is a great traveller.

১৪) গেঁয়ো যোগী ভিখ পায় না।

=A prophet is not honoured in his own country.

১৫) গোড়া কেটে ডগায় পানি দেওয়া।

=Console a person after undoing him.

১৬) গোদের উপর বিষ ফোঁড়া।

=Heaping of sorrow upon sorrow.

১৭) অধিক মাখামাখিতে মান নষ্ট।

=Familiarity breeds contempt.

১৮) গোলাপেরও কাঁটা  আছে।

=No rose without thorns.

১৯) গ্রাম নাই তার সীমনা।

=Beggars must not be choosers.

২০) ঘর পোঁড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।

=A burnt child always fears (dreads) the fire.

২১) ঘরের কেচ্ছা বাইরে গাওয়া।

=Wash one’s dirty linen in public.

২২) ঘরের খাবার খেয়ে বনের বাঘ তাড়ানো।

=To work for others without remuneration. 

২৩) ঘরের শত্রু বিভীষণ।

= A serpent under the flower

২৪) ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি।

= You must not see things with half an eye

২৫) ঘুমন্ত কুকুরকে ঘুমাতে দাও।

= Let sleeping dogs lie.

২৬) ঘুমন্ত শৃগালের মুরগি জোটে না।

= The indolent can never thrive.

২৭) ঘুমন্ত সিংহের হরিণ জোটে না।

= The indolent can never thrive

২৮) ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।

= As the boy, so the man.

২৯) ঘোড়া দেখলে খোঁড়া।

= Give him an inch and he will take an ell.

৩০) ঘোড়ার আগে গাড়ি যোতা।

 =To put the curt before the horse.