Print
Hits: 3712
  1. ৭-১১ অতিক্রম করার পর পরবর্তী লাইট পোস্টের কাছ থেকে ডান দিকে মোড় নিবেন - After you pass 7-11, take a right at the next light
  2. আনোয়ার জাহিদকে দিয়ে নোটগুলো লিখিয়ে নেয় - Anowar gets Jahid to write notes
  3. অনুগ্রহ করে আমি কি একটা রিসিপ্ট (মূল্য পরিশোধের তালিকা) পেতে পারি? - Could I have a receipt, please?
  4. অনুগ্রহ করে একটা প্লাস্টিক ব্যাগ পাওয়া যাবে? - Could I have a (plastic) bag, please?
  5. অপর ব্যক্তির প্রতি আগ্রহী হোন। - Be interested in the other fellow.
  6. আইনের চোখে সবাই সমান - All are equal in the eye of law
  7. আজকে ভালো হয় যদি একটু গাঢাকা দিয়ে থাকো! - Better keep the head down today!
  8. আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে... - As you can see here…
  9. আপনি ওষুধের জায়গাটা আমাকে দেখাতে পারবেন? - Can you point me to the medicine area?
  10. আপনি কি আপনার ব্যাগটি উপরে এখানে রাখতে পারবেন? - Can you place your bag up here?
  11. আপনি কি আপনার মালামাল আদৌ এয়ারপোর্টে অরিক্ষিত রেখে কোথাও গিয়েছিলেন? - Did you leave your luggage unattended at all in the airport?
  12. আপনি কি আপনার মালামাল প্যাক করার পর আর আয়ত্তে পেয়েছেন? - Did you have possession of your luggage since you packed?
  13. আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন? - Could you help me find my keys?
  14. আপনি কি আমাকে কাছের গ্যাস স্টেশনের দিকটা দেখাতে পারবেন? - Can you point me to the nearest gas station?
  15. আপনি কি আমাকে গেটটি কোন দিকে দেখাতে পারবেন? - Can you point me towards the gate?
  16. আপনি কি আমাকে মুভি থিয়েটারে তাড়াতাড়ি যাওয়ার জন্য সব চেয়ে সহজ পথটা বলবেন? - Can you give me quick directions to the movie theatre?
  17. আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? - Could you help me?
  18. আপনি কি আমাকে হাসপাতালে যাওয়ার পথটি দেখাতে পারবেন? - Could you show me the way to the hospital, please?
  19. আপনি কি আমার মাপটা নিতে পারবেন? - Can you take my measurement?
  20. আপনি কি আর কিছু চেয়েছিলেন? - Did you want anything else?
  21. আপনি কি আরেকবার বলবেন ওটা দয়া করে? - Could you repeat that, please?
  22. আপনি কি এক মিনিটের জন্য ধরবেন দয়া করে? আমি অন্য একটা কলের মধ্যে আছি - Can you please hold for a minute? I have another call
  23. আপনি কি একটু জোরে কথা বলবেন? - Could you speak a little louder?
  24. আপনি কি একটু দেখবেন জুনের ২২ তারিখে যাওয়া সম্ভব কিনা? - Can you check if June 22nd is possible?
  25. আপনি কি ওটার বানান করতে পারবেন দয়া করে? - Could you spell that, please?
  26. আপনি কি কাউকে দিয়ে আমার গাড়িটা আনাতে পারবেন (গ্যারেজ থেকে)? - Can you get someone to get my car?
  27. আপনি কি চাপ সামলাতে পারেন? - Can you handle pressure?
  28. আপনি কি দয়া করে আমাকে কর্মস্থলে নিয়ে যেতে পারবেন? - Could you please take me to work?
  29. আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন কিভাবে ট্রেন স্টেশনে যাওয়া যাবে? - Can you tell me how to get to the train station, please?
  30. আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? - Can you tell me the time, please?
  31. আপনি কি দয়া করে আমার সাথে যাবেন? - Could you please go with me?
  32. আপনি কি দয়া করে আরেকবার বলবেন এটা? - Can you say it again, please?
  33. আপনি কি দয়া করে একটু ধরবেন? - Could you hold on a moment, please?
  34. আপনি কি দয়া করে তাকে বলতে পারবেন যে আমি কল দিয়েছিলাম? - Could you tell him that I called, please?
  35. আপনি কি দয়া করে তাকে বলতে পারবেন যে তার স্ত্রী কল দিয়েছিলো? - Can you tell him his wife called, please?
  36. আপনি কি নিজেই নিজের ব্যাগ গুছিয়েছেন? - Did you pack your bags yourself?
  37. আপনি কি সব পেয়েছেন যা যা খুঁজেছিলেন আজকে? - Did you find everything you needed today?
  38. আপনি কোথায় ইন্টার্নশিপ করেছেন? - Did you do any internships?
  39. আপনি খুব ভাল করতেছেন। - Better than the best/ better than good.
  40. আপনি যা পছন্দ করেন! - As you like?
  41. আমাকে একটু সাহায্য করতে পারবেন? - Could you please lend me a hand?
  42. আমাকে একশ টাকা বাঙতি দিতে পারবেন? - Can you give change for a hundred taka?
  43. আমাকে কি আগে একবার জানানো যাবে (চেক আউটের ব্যাপারে)? - Can I have a wake-up call?
  44. আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবেন? - Could you take me to his house?
  45. আমাকে শুধরে দিয়ো যদি আমার ভুল হয় - Correct me if I'm wrong
  46. আমাদের কেউ উপস্থিত ছিল না - Neither of us was present
  47. আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান - My father died when I was a child five years old
  48. আমি ২টা রুম সংরক্ষণ করতে পারি? - can I reserve a couple of rooms?
  49. আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়? - I'm looking for a supermarket. Do you know where the closest one is?
  50. আমি একদিনে এ পড়ে শেষ করতে পারব না - I shall not be able to get through so much study in one day
  51. আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো? - How do I get to the airport from here?
  52. আমি কি আপনাকে একটা ড্রিংক (পানীয়) দিবো? - Can I get you a drink?
  53. আমি কি আপনার আহারের শুরুটা ড্রিংক দিয়ে করাবো? - Can I get a drink started for you?
  54. আমি কি আপনার ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? - Can I have your credit card number?
  55. আমি কি আপনার জন্য একটা ড্রিংক আনবো? - Can I get a drink for you?
  56. আমি কি আপনার টিকেট নাম্বারটি পেতে পারি? - Can I get your ticket number?
  57. আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? - Can I use your phone, please?
  58. আমি কি আমার খাবার বিলটা পেতে পারি? - Can I have my bill?
  59. আমি কি আমার চেকটা (খাবার বিল) পেতে পারি? - Can I have my check?
  60. আমি কি এই বড়বড় বক্সগুলোর একটা কিনতে পারি? - Can I buy one of those large boxes?
  61. আমি কি এক গ্লাস পানি পেতে পারি? - Can I have a glass of water?
  62. আমি কি এক মিনিটের জন্য আপনাকে হোল্ডে (কথা না বলে ধরে রাখা) রাখতে পারি? - Can I put you on hold for a minute?
  63. আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? - Can I get a credit card number?
  64. আমি কি একটি ধূমপানমুক্ত রুম পেতে পারি? - Can I have a non-smoking room?
  65. আমি কি একটি রুম সংরক্ষণ করতে পারি? - Can I reserve a room?
  66. আমি কি এটি পরে দেখতে পারি? - Can I try this on?
  67. আমি কি ওটার বানানটা দেখতে পারি দয়া করে? - Can I just check the spelling of that, please?
  68. আমি কি কার তোয়াক্কা রাখি? - Do I care for anybody?
  69. আমি কি কিছু বলতে পারি? - Can I say something?
  70. আমি কি কিছু যোগ করতে পারি? - Could I add something?
  71. আমি কি কোথাও পরে দেখতে পারি এটা? - Can I try it on somewhere?
  72. আমি কি গেটের ওখানে কফি খেতে পারবো? - Can I get a coffee at the gate?
  73. আমি কি চাই তা কি অনুমান করতে পার ? - Can you guess what I want?
  74. আমি কি ছয় নাম্বার সাইজে দেখতে পারি? - Can I get this in a size six?
  75. আমি কি জরুরি ভিত্তিতে বহির্গমন দরজার কাছাকাছি কোনো আসন পেতে পারি? - Can I have a seat closest to the emergency exit?
  76. আমি কি জানতে পারি আপনি কোন কোম্পানিতে (ব্যবসা প্রতিষ্ঠান) আছেন / আপনি কাদের সাথে আছেন? - Could I ask what company you’re with?
  77. আমি কি জানালার পাশে আসন পেতে পারি? - Can I get a window seat?
  78. আমি কি টাকাটা ফেরত পেতে পারি? - Can I have a refund?
  79. আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে? - Could I trouble you to open the door for me?
  80. আমি কি তোমাকে একটু বিরক্ত করতে পারি আমাকে কর্মস্থলে নামিয়ে আসতে বলে? - Could I bother you to give me a ride to work?
  81. আমি কি তোমাকে সাহায্য করতে পারি? - Can I help you?
  82. আমি কি তোমার নাম জানতে পারি? - Can I have your name?
  83. আমি কি তোমার বই পেতে পারি? - Can I have your book?
  84. আমি কি তোমার বন্ধু হতে পারি? - Can I be you friend?
  85. আমি কি তোমার হেডফোন পেতে পারি? - Can I have your headphone?
  86. আমি কি দয়া করে একটা বার্তা রাখতে পারি? - Can I leave a message, please?
  87. আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি? - Can I ask whom I’m speaking to, please?
  88. আমি কি পরিষ্কার বুঝতে পারলাম? - Do I make myself clear?
  89. আমি কি পরেরটায় যেতে পারি? - Am I allowed to leave for the next?
  90. আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে? - Could I just say one thing, please?
  91. আমি তোমাকে আমার ভাইকে সাহায্য করার জন্য বলতে পারি? - Could I ask you to help my brother?
  92. আমি যেমনটা আগে বলেছি... - As I mentioned earlier…
  93. আমি সাত নাম্বার সাইজের জুতাটা পরে দেখতে পারি? - Can I try this shoe on in a seven?
  94. আয় বুঝে ব্যয় কর - Cut your coat according to your cloth
  95. আর কিছু লাগবে? - Anything else?
  96. আর কোন সময় নাই। - A few nano seconds are left.
  97. আরো পরিচিত (অন্য কোনো নামে) - AKA: Also known as
  98. আল্লাহর রহমতে - By the grace of Allah
  99. এ কথায় সে রেগে ওঠল - At this he flew into a rage
  1. এই আনন্দঘন ক্ষণে তোমাকে অভিনন্দন - Congratulations on this happy event
  2. এই ধাপে ধাতুটি ২০০ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত আছে - At this stage the metal is heated to 200 degrees Celsius
  3. একজনে একজনে (দুইপক্ষ থেকে একজন করে থাকবে) -One-to-one
  4. একটা কলেজ খোলবার প্রস্তাব চলছে - A proposal is on foot to start a college
  1. একটু পরে ক্লাসে আর জায়গা থাকবে না। - Class will be saturated soon.
  2. একটু পরেই আসছি -  Be back soon
  3. একটু বুঝতে চেষ্টা কর! - Come on!
  1. একটু শান্ত হও। - Be calm/ Be quite/ Keep quite
  2. এখনকার মতো যাই - B4N: Bye for now
  1. এখুনি আসছি - Be right back
  2. এতে কোন সন্দেহ নাই - It admits of no doubt
  3. এপ্রিল মাসের মাঝামাঝি - By the middle of April
  4. এবং এরূপ আরো অনেক। - And so on
  1. এবং তোমার কি অবস্থা? - And how about you?
  2. এবং সবশেষে আমরা আলোচনা করবো... - And finally, we’ll discuss …
  3. এসো তুমি আর আমি কাজটা করি - Let you and me do it
  1. ও, ভালো কথা। - By the way.
  2. ওই ব্যাপারে ভিন্নমত পোষণ করতে পারবো না - Can’t argue with that
  1. কম বা বেশি। - By and large.
  2. কাজে ফিরে এলাম - Back to work
  3. কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি? - Can I continue, please?
  1. কিন্তু তার আগে একটা কথা। - But one thinks before that.
  2. কীবোর্ড থেকে দূরে - Away from keyboard
  3. কুয়াশার কারনে আমরা বাইরে যেতে পারি নাই - Because of heavy fog, we could not go out. / There was heavy fog, we could not go out.
  4. কোনক্রমেই না - By no means
  5. কোনো সন্দেহ ছাড়াই সুখে থাকো - Be happy without doubts
  6. খবর শুনে আমি তাকে দেখতে গেলাম - As soon as I heard the news i went to seen him
  7. গাছটা মড়-মড় করে ভেঙে পড়ল - Crash went the tree
  8. গুরু-গুরু মেঘ ডাকছে - Clouds are rumbling
  9. ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট - The room is much too small for us
  10. চালিয়ে যাও - Carry on
  1. চিরদিনের বন্ধু - Best friend(s) forever
  2. চেষ্টা না করলে সফল হবে না - Unless you try, you will never succeed
  3. জামা-কাপড় সবসময় ফিটফাট রাখবে - Always keep your clothes tidy
  4. জাহান্নামে যাক! - Damn it!
  5. জুন মাসের শেষ পর্যন্ত - By the end of June
  6. ঠাণ্ডা হও। - Come down/ come up.
  7. ঠিক ঠিক উত্তর দাও - Answer to the point
  8. ডান দিকে মোড় নেয়ার পর আর পাঁচটা ব্লক যাবেন এবং তারপর বাম দিকে মোড় নিবেন - After you turn right, go for five blocks and turn left
  9. ঢং-ঢং ঘন্টা বাজল - Ding dong goes the bell
  1. তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠল - At the very sight of him my heart went pit-a-pat
  2. তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি - Be quick, we are already late
  3. তাতে কি আসে যায়? - But who cares?
  4. তারপর আমরা দেখবো... - After that, we’ll be looking at …
  1. তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? - Can you cover me?
  2. তুমি কি আমার জন্য একটি ড্রেস কিনতে পার? - Can you buy a dress for me, please?
  3. তুমি কি এটাকে আরেকটু ধীর করতে পারবে দয়া করে? - Can you slow it down a bit, please?
  1. তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ? - Did you already have your launch?
  2. তুমি কি দয়া করে আমাকে আমার বাড়ির কাজটা করতে সাহায্য করবে? - Could you please help me with the homework?
  1. তুমি কি বইখানা পড়ে শেষ করেছ - Have you finished reading the book
  2. তুমি কী আমার ব্যবসায়িক অংশীদার হবে? - Will you be my business partner?
  1. তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? - Why do you neglect your studies?
  2. তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব - I shall wait until you come back
  3. তোমাকে আর বিশ্বাস করিনা - Don’t believe you anymore
  4. তোমাকে একটা প্রশ্ন করতে পারি? - Could I ask you a question?
  5. তোমার উপদেশে আমার উপকার হলো - I profited by your advice
  6. তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে - ? I have a question for you
  7. তোমার বিয়েতে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইলো - Congratulations on your wedding and lots of love
  8. তোমার বিয়েতে অভিনন্দন - Congratulations on your wedding
  9. তোমার মুখে ছাই! - Cursed be thou!
  10. তোমার মুখে ফুল চন্দন পড়ুক - Blessed be your tongue
  1. দয়া করে আপনি কি আরো ধীরে কথা বলতে পারবেন? আমি আপনার কথা বুঝতে পারছি না - Can you speak more slowly, please? I don’t understand
  2. দয়া করে আমাকে বলবেন কয়টা বাজে এখন? - Can you tell me what time it is, please?
  3. দয়া করে আমাকে বলবেন সবচেয়ে কাছের ব্যাংকটা কোথায়? - Could you tell me where the nearest bank is, please?
  4. দয়া করে আমাকে বানানটা বলবেন? - Could you spell that for me, please?
  5. দয়া করে আরেকটু ধীরে কথা বলবেন? - Could you speak a little more slowly, please?
  6. দয়া করে তুমি কি বার্তাটি পৌছাতে পারবে? - Could you please send the message?
  7. দয়া করে বিষয়টা আবার একটু ব্যাখ্যা করবেন? - Could you please explain ‍again this topic?
  8. দিনের শেষে - By the end of the day
  9. দূরে গেলে পোড়ে মন, কাছে থাকলে ঠনঠন - Absence makes the heart grow fonder
  1. ধাপে ধাপে - By stage
  2. নাচতে না জানলে উঠান বাকাঁ - A bad workman quarrels with his tools
  3. নিজে নিজে করো - Do it yourself
  4. নিজের ওপর বিশ্বাস রাখ - Believe in yourself
  1. পরিশ্রমই সৌভাগ্যের মূল - Diligence is the mother of good luck
  2. পরে আসবো -  Be back later
  3. পরে কল করো -  Call me back
  1. পেন্সিল দিয়ে লিখেন। - Be helped with the pencil.
  2. প্রসঙ্গক্রমে - By the way
  1. প্রসঙ্গত - By the way
  2. বিপদজনক বাঁক - Dangerous curve
  1. বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু - A friend in need is a friend indeed
  2. বিয়েতে অভিনন্দন - Congratulations on getting married
  3. বিশ মিনিটের মতো - About twenty minutes
  4. বুদ্ধিমান হওয়ার কারনে সবাই তার প্রশংসা করে - because of having merits, the boy is praised by all
  5. ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল - I was informed of the matter
  6. ভাবতে পারো আমি এখন তোমাকে কি বলবো? - Can you guess, what I gonna tell you now?
  7. মন্দ-মন্দ বায়ু বইছে - A mild breeze is blowing
  8. মূল বিষয়ে আসো - Come to the point
  9. মৃদু মন্দ বায়ু বইছে - A gentle breeze is blowing
  1. যত দ্রুত পারা যায়...  As soon as possible…
  2. বারই জুন সোমবার বিকাল পাঁচটার সময় - At the 5 P. M. on Monday, the 12th June
  3. যদি আমি ভুল করি তাহলে আমাকে দয়া করে শুধরে দিবেন। আপনি বলছেন... - Correct me if I’m wrong, please. You’re saying …
  4. যা যা বললাম মনে রেখো - Bear in mind what I have said
  5. যাই হোক না কেন - Come what may
  1. যে-কোন উপায়ে - By fair means or foul
  2. শিশু স্তন পান করে - An infant sucks its mother
  3. সৎলোক সর্বত্রই সম্মানিত - An honest man is respected everywhere
  1. সবচেয়ে ভালোটা হোক তোমার এই কামনা রইলো - All the best to you
  2. সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি - I congratulate you on your success
  1. সে আড়াইটার গাড়িতে গিয়েছিল - He went by the 2:30 train
  2. সে আমার কাছ থেকে বিদায় নিল - He took leave of me
  3. সে এখানে আসবেই আসবে - He will come here without fail
  4. সে কেবল ঘুমাত আর কেছুই করত না - He did nothing but sleep
  5. সে কোন দেশের লোক? - What country does he belong to?
  6. সে তো সেখানে যায়ই নি - He did not even go there
  7. সে-ই তলে তলে সব করাচ্ছে - He is at bottom of all these things; It is he who is pulling the wires from behind.
  8. স্বাস্থ্যবান হওয়ার কারনে সে সুখী - Because of his being healthy ha is happy