• বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা -- হাজী শরীয়তউল্লাহ।
  • হাজী শরীয়তউল্লাহ জন্ম গ্রহন করেন -- ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।
  • প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন -- তিতুমীর।
  • তিতুমীর এর প্রকৃত নাম -- মীর নিসার আলী।
  • তিতুমীর এর জন্মগ্রহন কোথায় -- চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।
  • নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে -- ১৮৩১ সালে।
  • বাশেঁর কে পরিকল্পনা করেন কে -- গোলাম মাসুম।
  • নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে পরাজিত হয় -- ইংরেজ আলেকজান্ডার।
  • কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় -- লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট।
  • বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয় -- হিন্দু।
  • কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয় -- হিন্দু কলেজ।
  • ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো সংঘঠিত হয় -- ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্ত।
  • ফকির-সন্যাসীদের উলে­খ্যযোগ্য নেতা ছিলেন -- ভবানী পাঠক।
  • ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজি নিহত হন -- ক্যাপ্টেন এডওয়ার্ড।
  • ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন -- পঞ্চানন দাস।
  • মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন -- নওয়াব আব্দুল লতিফ।
  • আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন -- সৈয়দ আহমেদ খান।
  • ভারত উপমহাদেশের প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন -- সৈয়দ আমীর আলী, (১৯০৯-১৯২৮ সাল)
  • কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন -- সৈয়দ মাহমুদ।
  • কোন সমপ্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে -- বর্ণ হিন্দুগণ।
  • মুসুলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয় -- মর্লি মিন্টো।
  • ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম -- দৈনিক আজাদ।
  • বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন -- এ, কে ফজলূল হক।
  • ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রি ছিলেন -- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
  • ভারতে সাধারন নির্বাচনের নির্দেশ প্রদান করেন -- ব্রিটিশ প্রধানমন্ত্রী, মিঃ এটলী।
  • বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় -- ১৮৬০ সালে, নীল বিদ্রোহের জন্য।
  • বাংলায় নীল চাষ অব্যাহত গতিতে চলে -- ১০০ বছর ধরে ।
  • বাংলার নীল বিদ্রোহে কারা অংশগ্রহন করে -- চাষী।
  • ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরনের অগ্রনায়ক ছিলেন -- রাজা রামমোহন রায়।
  • ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন -- রাজা রামমোহন রায়, ১৮২৯ সালে।
  • সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয় -- ১৮১৯ সালে।
  • বিধবা বিবাহের বৈধকরণ আইন পাশ করেন -- ১৮৫৬ সালে।          
  • মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সমস্ত সম্পত্তি উইল করে যান -- হাজী মুহম্মদ মুহসীন।
  • হাজী মুহম্মদ মুহসীন গ্রহন করেন -- ১৭৩০ সালে, হুগলীতে।
  • হাজী মুহম্মদ মুহসীন ইন্তেকাল করেন -- ১৮১২ সালে।
  • নওয়াব আব্দুল লতিফ জন্ম গ্রহন করেন -- ১৮২৮ সালে, ফরিদপুরে।
  • নওয়াব আব্দুল লতিফ উলে­খ্যযোগ্য কীর্তি -- মোহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, ১৮৬৩।
  • সতীদাহ প্রথা রহিতকরনে কোন সমাজ সংস্কারকের ভুমিকা উলে­খযোগ্য -- রাজা রামমোহন রায়।
  • ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন -- রাজা রামমোহন রায়।
  • কংগ্রেস প্রতিষ্ঠিত হয় -- ১৮৮৫ সালে।
  • কংগ্রেস প্রতিষ্ঠা করেন -- এ্যালান অক্টোভিয়ান হিউম।
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পন্ডিত ছিলেন -- ফোর্ট উইলিয়াম কলেজের ।
  • কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয় -- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • কোন লাটের সময় বঙ্গ-ভঙ্গ হয় -- লর্ড কার্জনের সময়।
  • বঙ্গ-ভঙ্গ কবে কার্যকর হয় -- ১৯০৫ সালে।
  • বঙ্গ-ভঙ্গ রদ করার সময় সুপারিশ করেন ভাইসরয় -- লর্ড হার্ডিঞ্জ।
  • বঙ্গ-ভঙ্গ রদ হয় সালে -- ১৯১১ সালে।
  • উপ মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য কবে, কোন কমিশন গঠিত হয় -- ১৯০৭ সালে, সাইমন কমিশন।