Print
Hits: 1506

>>কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলারের জরুরি সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে এই সহায়তার পরিমাণ ৬ হাজার ৯৫৪ কোটি টাকা।

>>করোনাভাইরাস মহামারী ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ আর না বাড়িয়ে ৩১ মে থেকে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন থেকে সীমিত পরিসরে বাসও চলবে।

>>যুক্তরাষ্ট্রে চার মাসেরও কম সময়ের মধ্যে নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ, যা বিশ্বের মোট সংক্রমণের প্রায় ৩০ শতাংশ।

>>কোভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।করোনাভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা, যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের।

>>নতুন চেয়ারম্যানের পর এবার নতুন দুই কমিশনার পেল বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।

>>অ্যাপল-গুগল জোটের কনট্যাক্ট ট্রেসিং প্রযুক্তি নির্ভর করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ নিয়ে এসেছে সুইজারল্যান্ড। গোটা বিশ্বে অ্যাপল গুগল জোটের প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ আনার তালিকায় সুইজারল্যান্ড-ই প্রথম।

>>ঘর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

>>করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতজুড়ে লকডাউন চলার মধ্যেই দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় পঙ্গপালের আক্রমণ শুরু হয়েছে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এই রাজ্যগুলোর বহু গ্রাম ও শহরে ঢুকে পড়েছে, হানা দিয়েছে ফসলের ক্ষেতে। এতে দেশজুড়ে ভাইরাস আতঙ্কের মধ্যে পঙ্গপাল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতির সঙ্গে দাবদাহ যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়িয়েছে।

>>কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদ উপহার’ হিসেবে যে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে, তা ঈদের দিনও পাবেন দরিদ্র মানুষ।চারটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) মাধ্যমে দেওয়া এই অর্থ শুক্রবার পর্যন্ত ৩০ শতাংশ মানুষের কাছে পৌঁছেছে।

>>চলতি বছর ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ‘আত্মকর্মংস্থান সৃষ্টি ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্প’ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৭ হাজার কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে ১২ লাখ যুবককে ‘আত্মকর্মী’ হিসেবে তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

>>নভেল করোনাভাইরাস মহামারীর বিপর্যয় সামাল দিতে বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক- এআইআইবি। এই ঋণে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) আর্থিক সহযোগী।মহামারীতে সদস্যদেশগুলোকে অর্থনৈতিক এবং জনস্বাস্থ্য খাতে জরুরি সহায়তা দিতে এবং দ্রুত সঙ্কট কাটিয়ে উঠতে প্রাথমিকভাবে এক হাজার কোটি ডলারের ‘কোভিড-১৯ ক্রাইসিস রিকভারি ফ্যাসিলিটি’ তহবিল গঠন করা হয়েছে।

>>করোনাভাইরাস সংকটের মধ্যে লাদাখে তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি। পূর্ব লাদাখে ভারত-চীন প্রকৃত সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে দু’দেশের সেনার মুখোমুখি অবস্থানে বাড়ছে উত্তেজনা।

>>গত মার্চ থেকে রেমিটেন্স কমে যাওয়া দেখে খুব একটা আশাবাদী ছিলেন না অর্থনীতিবিদরা। কিন্তু ঈদের মাস মে’তে প্রথম ১৪ দিনেই ৮০ কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা পুরো এপ্রিল মাসের প্রায় দুই-তৃতীয়াংশ।গত ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এক হাজার ৩৩০ কোটি ৩২ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। চলতি অর্থবছরের ১৪ মে পর্যন্ত এসেছে ১ হাজার ৫৬৫ কোটি ৬০ লাখ ডলার।

>>করোনাভাইরাস সঙ্কটে প্রবাসী, কর্মহীন বেকার ও গ্রামের মানুষকে ঋণ সহায়তা যোগাতে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি করে মোট ২০০০ কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

>>কোভিড-১৯ সঙ্কটে ব্যাংকগুলোর অর্থের জোগান বাড়াতে প্রথমবারের মত এক বছর মেয়াদী ‘বিশেষ রেপো’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।বর্তমানে অন্যান্য রেপোর সুদ হার ৫ দশমিক ২৫ শতাংশ। বিশেষ রেপোর সুদ হার এর মধ্যেই থাকবে।

 >>করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৭ বছরের ইরানি নারী সালতানাত আকবারি।দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১,৩৩,৫২১ জন এবং মারা গেছে ৭ হাজার ৩৫৯ জন।

 >>ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অংশে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে ইউরোপীয়ান মেডাটেরাইনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটির উপকেন্দ্র গ্রিসের মেথনি অঞ্চল থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

 >>বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসজনিত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে নেপালে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ থেকে লকডাউনে আছে নেপাল। দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সীমান্ত বন্ধ করে দিয়েছে তারা। এসব পদক্ষেপ নিয়ে ভাইরাস ঠেকাতে দেশটি প্রায় সফল হয়েছে।