>>কোভিড- ১৯ মহামারীর এই সঙ্কটকালে সব ধরনের ঋণের সুদ আদায় আগামী দুই মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে সুদ হবে তা হিসাব করে আলাদা রাখতে হবে। কীভাবে-কবে পরিশোধ করতে হবে, তা পরে জানানো হবে। 03.05.20

>>কক্সবাজারে হানা দেওয়া পোকাগুলোর পাখা শস্যখেকো পঙ্গপালের মত নয় বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।এ বছরের শুরু থেকে পঙ্গপাল নিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তান। গত ৩১ জানুয়ারি দেশটির সরকার এ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে।

>>করোনাভাইরাসের মহামারীর মধ্যে দেশে এ পর্যন্ত যাদের পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে, তাদের একটি বড় অংশ বয়সে তরুণ। আক্রান্তদের মধ্যে ২৬ শতাংশই ২১ থেকে ৩০ বছর বয়সী।

>>চীনের উহানে আবির্ভূত হওয়ার চার মাসের মধ্যে বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে গেলেও এদের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

>>পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলবর্তী দেশ গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

>>কোভিড-১৯ সংক্রান্ত তথ্য প্রচার, প্রেস ব্রিফিং, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার, করোনা সংক্রান্ত ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণের জন্য মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

>>সাশ্রয়ী মূল্যের ভেন্টিলেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্য সানি জুবায়ের।সানি জুবায়ের 'টিম অ্যাটলাস' এর প্রতিষ্ঠাতা৷ টিম লিডার হয়ে তিনি মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত টেকনিভ্যাল ২০১৮-তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭-তে চ্যাম্পিয়ন হন৷

>>সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে বা এতে মারা গেলে ক্ষতিপূরণ দেবে সরকার।আক্রান্ত হলে পদমর্যাদা ভেদে সর্বনিম্ন ৫ থেকে ১০ লাখ টাকা এবং মারা গেলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।

>>প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত রফতানি ঋণ পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণের বিধি আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক।এ তহবিল থেকে ঋণ পেতে রফতানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো ক্রেডিট রেটিং এজেন্সি থেকে ক্রেডিট রিপোর্ট থাকতে হবে।

>>উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মৃত্যু ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক সেনা কর্মকর্তাচুন ইন-বাম।উত্তর কোরিয়ার নেতা প্রেসিডেন্ট কিম জং-উন অসুস্থ। চলতি মাসের শুরুতে তার হার্টে অস্ত্রোপচারের পর থেকে নিজ বাড়িতে তিনি চিকিৎসাধীনরয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে।

>> সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ানো হল। সেখানে বলা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করে ওষুধ ও রপ্তানিমুখী শিল্পের কারখানা চালু রাখা যাবেপরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এবং পরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

>>কোভিড-১৯ ছড়িয়েছে বাংলাদেশের ৫৮টি জেলায়; এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম আক্রান্ত খুলনায়।দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জন।

>>মহামারীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে কতজন নন-ক্যাডার মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন সেই তালিকা করছে সরকার।

>>করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে আটকা পড়া যুক্তরাজ্যের নাগরিকদের ফিরিয়ে নিতে এগারো বছর পর ঢাকার শাহজালাল বিমানবন্দর ঘুরে গেল ব্রিটিশ এয়ারওয়েজের কোনো উড়োজাহাজ।

>>বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর জন্য চীনের কর্মকর্তাদের দায়ী করা উচিত অভিযোগ করে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্য।অঙ্গরাজ্যটির রিপাবলিকান দলীয় অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন, জানিয়েছে গার্ডিয়ান।

>>অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাসের টিকা আগামী বৃহস্পতিবারই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা শুরু হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

>>ভারতে করোনাভাইরাস সংক্রমিত ৮০ শতাংশ মানুষের দেহেই রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থার জানানো এ তথ্যে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি সংগ্রহ করা ৭৩৬ নমুনার মধ্যে ১৮৬ জনের দেহে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। কিন্তু তারা জানতেনই না যে তাদের দেহে এ ভাইরাস বাসা বেঁধেছে।

>>কোভিড-১৯ মহামারীর মধ্যে এ পর্যন্ত দেশের প্রায় ৬১ লাখ পরিবার জরুরি ত্রাণ হিসেবে চাল এবং প্রায় ৩৪ লাখ পরিবার নগদ অর্থ সহায়তা পেয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

>>কিছু গ্রিন কার্ড সাময়িক স্থগিত রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন, “আমাদের অর্থনীতি চালু হওয়ার পর সব খাতের কর্মহীন আমেরিকানরাই চাকরির লাইনের প্রথমে থাকবে, এই পদক্ষেপ তা নিশ্চিত করেছে।”

>>নতুন করোনাভাইরাসে বয়স্ক ও অসুস্থদের ঝুঁকির কথা এতদিন বলা হলেও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা আক্রান্ত কম বয়সীদের ক্ষেত্রে নতুন একটি প্রবণতা চিহ্নিত করেছেন।তারা দেখেছেন, ৫০ বছরের কম এমন বেশ কয়েকজন রোগীর স্ট্রোক হয়েছে, যাদের অন্য কোনো রোগ তো ছিলই না, কোভিড-১৯ রোগের উপসর্গও ছিল মৃদু।

>>করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় দেশে দেশে জারি করা লকডাউনে গাড়ি চলাচল ও কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বিশ্বজুড়ে বায়ুদূষণ অভূতপূর্ব মাত্রায় কমেছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।আইকিউএয়ারের গবেষকরা শহরগুলোর বাতাসে ভাসমান ক্ষতিকর বস্তুকণা বা পিএম ২.৫ এর মাত্রার তুলনা করেছেন।বাতাসে ভাসমান এ বস্তুকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম) পরিমাপ করা হয় প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রাম (পিপিএম-পার্টস পার মিলিয়ন) এককে।

>>চীন আরেক দফায় করোনাভাইরাসের বিস্তার রুখতে হিমশিম খাচ্ছে।এবার করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে ১ কোটি মানুষের শহর হারইনে। সংক্রমণ ঠেকাতে সেখানে কড়া লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

>>কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নির্বিচার গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে পুলিশ জানিয়েছে।গ্যাবরিয়েল ওর্টম্যান নামের এই সন্দেহভাজনের উদ্দেশ্য ও কেন সে এতজনকে মেরেছে, সে বিষয়ে এ পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি।

>>কোভিড-১৯ এর বিপদ মোকাবেলায় যুক্তরাজ্যের নাগরিকদের চলতি বছরের বাকি সময়েও নানান সামাজিক বিধিনিষেধ ও নিয়মকানুনের বেড়াজালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা ।

>>যুক্তরাষ্ট্রের প্রশাসন তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান, তবে তার মূল মনোযোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী শেষ করা ও মানুষের জীবন বাঁচানো বলে জানিয়েছেন তিনি।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মহামারী মোকাবেলার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করছেন বলে জানান।

>>মোজাম্বিকের উত্তরাঞ্চলে একটি গ্রামে দুই সপ্তাহ আগে জঙ্গিদের এক হামলায় ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।পুলিশ বলছে, জঙ্গিরা ওই গ্রামের তরুণদের দলে ভেড়াতে চেষ্টা করলে কয়েকজন এর প্রতিবাদ করে; এতে ক্ষিপ্ত হয়েই জঙ্গিরা ৫২ জনকে হত্যা করে।

>>যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী এবং অর্থনৈতিক সমস্যার কারণে অভিবাসনের সুযোগ আপাতত বন্ধের সিদ্ধান্ত জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 13ভারতে করোনাভাইরাস সংক্রমিত ৮০ শতাংশ মানুষের দেহেই রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থার জানানো এ তথ্যে উদ্বেগ বাড়ছে।

>>কোভিড-১৯ রোগে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে, মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে শুধু ইউরোপেই।জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, রোববার রাত নাগাদ রাশিয়া বাদেই ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১৬।

>>উত্তরমধ্য আফ্রিকার দেশ চাদের কারাগারে ৪৪ জন সন্দেহভাজন বোকো হারাম জঙ্গি বিষক্রিয়ায় মারা গেছেন বলে দেশটির পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন।সম্প্রতি চাদ হ্রদ এলাকায় সেনাবাহিনীর বোকো হারাম বিরোধী অভিযানে আটক ৫৮ জন সন্দেহভাজনের অংশ ছিল তারা।

>>প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি থেকে ঘরবন্দি স্পেনের শিশুরা চলতি মাসের শেষ থেকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পেতে যাচ্ছে।

>>হংকংয়ে গত বছরের সরকারবিরোধী আন্দোলনে মদদ দেয়ার অভিযোগে পুলিশ শহরটির সুপরিচিত এক ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। বিতর্কিত ওই বহিঃসমর্পণ বিলবিরোধী আন্দোলন সংগঠিত করা, আইন অমান্য ও বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে হংকংয়ের পুলিশ শনিবার ‘গণতন্ত্রপন্থি’ হিসেবে পরিচিত সাবেক-বর্তমান বেশ কয়েকজন আইনপ্রণেতা, রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

>>ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখার খবর এসেছে।

>>বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে চাহিদা তলানিতে নেমে আসায় ইতিহাসে প্রথমবারের মত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে শূন্যেরও নিচে।সোমবার নজিরবিহীন এই পরিস্থিতির মধ্যে যখন বাজার শেষ হল, তখন ফিউচার মার্কেটে মে মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল মাইনাস ৩৭.৬৩ ডলার।

>>নতুন করোনাভাইরাস ইতোমধ্যে ছড়িয়েছে বিশ্বের প্রায় সব দেশে; আক্রান্ত করেছে প্রায় ২৫ লাখ মানুষকে, মৃত্যু ঘটিয়েছে এক লাখ ৬৮ হাজারের; তবে চরম বিপর্যয় আসতে এখনও বাকি বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

>>বাড়িতে চাল না থাকায় জঙ্গলে গিয়ে অত্যন্ত বিষধর শঙ্খচূড় সাপ শিকার করে খেয়েছে ভারতের অরুণাচল প্রদেশের একদল লোক।

>>ভারতে এবার ২১ মাসের এক শিশুর দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। তবে শিশুটির পরিবারের কারও মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

>> করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পরে পুনরায় এই ভাইরাস সংক্রমণ ঘটবে না এমন ধারণার পক্ষে এখনও কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

>>করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জাপানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন দেশটির চিকিৎসকরা।

>>বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নভেল করোনাভাইরাসে নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছে।তিনি নাইজেরিয়ার ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহকারী কর্মকর্তা ও দেশটির সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন ছিলেন।

>>প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের কারণে ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকায় তিন দশকের মধ্যে এবারই প্রথম বছরের শুরুর তিন মাসে অর্থনীতি সঙ্কুচিত হওয়ার তথ্য দিয়েছে চীন সরকার। 1শুক্রবার তাদের প্রকাশিত তথ্যে জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে চীনের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।

>>করোনাভাইরাস মহামারীর অভিঘাতে অচল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর অর্থনীতিকে ফের সচল করতে গভর্নরদের জন্য তিন স্তরের পরিকল্পনা হাজির করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।প্রতিটি ধাপের মেয়াদ হতে হবে ন্যূনতম ১৪ দিন; এরপর আক্রান্তের সংখ্যা বিবেচনায় নিয়ে রাজ্যগুলো ধাপের মেয়াদ বাড়াতে কিংবা নতুন স্তরে প্রবেশের সিদ্ধান্ত নিতে পারবে।

>> কোভিড-১৯ এর জন্য নির্দিষ্ট কার্যকরী ওষুধ বাজারে না এলেও এর চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ ‘অ্যাভিগানের’ উৎপাদন বাড়িয়ে দিয়েছে জাপান।