Print
Hits: 1667

>>আগামীকাল (০১-০৪-২০) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ শুরু হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম। বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এ পরীক্ষাটি করাতে পারবেন।

>> প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরও কয়েকদিন একটু বাড়াতে হতে পারে। কারণ যারা অনেকে গ্রামে চলে গেছেন, সেখানে কোনো রকম আবার এই রোগের প্রার্দুভাব দেখা না দেয়, সেই সময়টা হিসেব করে। আমরা ১০/ ১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন পর্যন্ত হতে পারে।প্রসঙ্গত সরকারর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া সর্বশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। মোট এক হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

>> বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।মঙ্গলবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৩০৪০ জন।

>> স্পেনে গত ২৪ ঘণ্টায় ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৬ জনসে। খবর বিবিসি ও রয়টার্সের।

>> সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিশানা হওয়া ইরাকি সামরিকঘাঁটিতে মার্কিন সেনাদের সুরক্ষায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকি সামরিক সূত্র।উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার ও ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইন্টারসেপ্টর রয়েছে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থায়।

>> আফগানিস্তানে সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় ১১ সেনা ও পুলিশ নিহত হয়েছেন।

>> নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান। তুরস্কের মন্ত্রিসভার সদস্যরা ও আইনপ্রণেতারা এই অভিযানে সাত লাখ ৯১ হাজার ডলার দান করেছেন বলে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে।

>> করোনাভাইরাসের ছোবলে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের নতুন সূচি দিয়েছে আয়োজকরা। আগামী বছরের ২৩ জুলাইয়ে শুরু হয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ শেষ হবে ৮ অগাস্ট।আর টোকিও প্যারালিম্পিক গেমস শুরু হবে ২৪ অগাস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। দুটি বিশ্ব যুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ আসর বাতিল হয়েছিল। অবশ্য স্নায়ু যুদ্ধের সময় ১৯৮০ ও ১৯৮৪ সালে মস্কো ও লস অ্যাঞ্জেলসের গ্রীষ্মকালীন আসর বিঘ্ন ঘটেছিল।এ বছরের ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত সময়ে হওয়ার কথা ছিল অলিম্পিকের এবারের আসর।

>> করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ডেভিড হগকিস।২২ বছর ধরে তিনি ল্যাঙ্কাশায়ারের বোর্ডে ছিলেন। ২০১৭ সালের এপ্রিলে দায়িত্ব পেয়েছিলেন চেয়ারম্যানের।

>> নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় ও জেলা শহরগুলোয় সামাজিক দূরত্ব ও সতর্কতা ব্যবস্থা নিশ্চিতে জেলা প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনীকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (২৪-০৩-২০) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নিয়োজিত থাকবে সেনাবাহিনী।

>> করোনার ধাক্কা থেকে অর্থনীতিকে বাঁচাতে সুদহার কমানো হয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে নগদ জমা সংরক্ষণের হারও (সিআরআর) শূন্য দশমিক ৫ শূন্য শতাংশ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মুদ্রানীতি বিভাগ থেকে জারীকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর দ্বিসাপ্তাহিক নগদ জমা সংরক্ষণের গড় হার হবে ৫ শতাংশ, যা বর্তমানে ৫ দশমিক ৫ শতাংশ। একইভাবে ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর দৈনিক ভিত্তিতে নগদ জমা সংরক্ষণ করতে হবে ৪ দশমিক ৫ শতাংশ হারে। বর্তমানে তফসিলি ব্যাংকগুলোকে দৈনিক ভিত্তিতে সিআরআর হিসেবে ৫ শতাংশ হারে নগদ জমা সংরক্ষণ করতে হয়।

>> করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৬০৩ জন মারা গেছেন। এতে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জনে। এর মধ্যে চীনে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। চীনের বাইরে মারা গেছেন ১১ হাজার ৩৫৫ জন। খবর বিবিসি ও আল-জাজিরার। বিশ্বজুড়ে বর্তমানে ২ লাখ ২৪ হাজার ৫৮৬ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৯৪৬ জনের অবস্থা সাধারণ (স্থিতিশীল অথবা উন্নতির দিকে) এবং বাকি ১০ হাজার ৬৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।এখন পর্যন্ত বিশ্বের ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে (২৩.০৩.২০২০)।

 >> করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকল্প পন্থায় ছাত্রছাত্রীদের লেখাপড়া চালু রাখার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রেকর্ড করা বিষয়ভিত্তিক লেকচার টেলিভিশনে সম্প্রচার করা হবে। পাশাপাশি ইউটিউব ও অনলাইনে আপলোড করা হবে লেকচার। আপাতত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পাবে এই সেবা। এ লক্ষ্যে বর্তমানে লেকচার রেকর্ডিং, সম্পাদনা ও মূল্যায়নের কাজ চলছে। অনলাইনেও (www.connect.gov.bd) রাখা হবে।

>> প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় রোববার আরও ৬৫১ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। যা শনিবার পর্যন্ত ছিল ৪ হাজার ৮২৫ জন।একদিনে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৫৬০ জন। এর আগে ৬ হাজার ৫৫৭ জন ছিলেন। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার। সুস্থ হয়েছেন ৭ হাজার ২৪ জন। যা আগের দিন ছিল ৬ হাজার ৭২ জন। দেশটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬ হাজার ৬৩৮ জন। যা আগে ছিল ৪২ হাজার ৬৮১ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন। যা শনিবার ছিল ৫৩ হাজার ৫৭৮ জন। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি ইতালির উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ায়। করোনাভাইরাসে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা গেছেন দেশটিতে।

>> ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ও এসি মিলানের বর্তমান টেকনিক্যাল পরিচালক পাওলো মালদিনি এবং তার ছেলে দানিয়েল মালদিনি করোনায় আক্রান্ত হয়েছেন। দানিয়েল ক্লাবের যুব দলের ফরোয়ার্ড।

>> প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সৌদি আরবজুড়ে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যা সোমবার(২৩.০৩.২০২০)সন্ধ্যা থেকে কার্যকর করা হবে। সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে। হিজরি বর্ষপঞ্জির ১৪৪১ সালের ২৮ রজব থেকে আগামী ২১ দিন এই কারফিউ কার্যকর থাকবে। অর্থাৎ গ্রিগরি ক্যালেন্ডার অনুসারে ২৩ মার্চ থেকে যা কার্যকর থাকবে। রোববার সৌদিতে নতুন করে ১১৯ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপসাগরীয় দেশটিতে সর্বমোট ৫১১ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়ে।

>> ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের ভয়াবহ হামলায় ১৭ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ছত্তিশগড়ের সুকমা জেলার মিনপা জঙ্গলে শনিবার উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। নিহত ১৭ জওয়ানের মধ্যে ১২ জনই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। স্থানীয় তরুণদের দ্বারা গঠিত ওই বাহিনী মাওবাদীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর বাহিনী।

>> জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রোববার হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটিতে দুজনের বেশি জড়ো হওয়াতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধ করতেই এমন সিদ্ধান্ত এসেছে। নিউমোককাস ব্যাকটেরিয়ার টিকা দিতে শুক্রবার ওই আক্রান্ত চিকিৎসক মেরকেলের সঙ্গে দেখা করেন। সেইবার্ট বলেন, ৬৫ বছর বয়সী চ্যান্সেলর আক্রান্ত হয়েছেন কিনা; তা নিশ্চিত হতে কয়েক দিন সময় লাগবে। কারণ পরীক্ষার ওপর এখন পুরোপুরি নির্ভর করা যাচ্ছে না।

>> মার্কিন গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে দেওয়া হলো একটি দুঃসংবাদ। আসন্ন ২৯ এপ্রিল পৃথিবীর কক্ষপথের কাছ থেকে প্রবাহিত হয়ে যাবে একটি শক্তিশালী গ্রহাণুর। নাসার পক্ষ থেকে এ গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে Asteroid 52768 বা 1998OR2.যদিও এ গ্রহাণুটি সরাসরি পৃথিবীর ওপর কোনও ধরণের আঘাত হানবে না এবং পৃথিবীর কক্ষপথ থেকে এ গ্রহাণুর দূরত্ব হবে আনুমানিক চার লক্ষ মাইলের মতো। যা পৃথিবীর থেকে চাঁদের দূরত্বের ১৬ গুণেরও বেশি। যদিও পৃথিবীর কক্ষপথের থেকে ৩.৯ লক্ষ মাইলের অভ্যন্তরে এ গ্রহাণুটি আসবে না কিন্তু এ গ্রহাণুটির বিশাল আকৃতির জন্য কিছুটা হলেও শঙ্কা থেকে যায়।আনুমানিক ১.১ থেকে ২.৫ মাইল ব্যাস বিশিষ্ট এ গ্রহাণুটি ঘণ্টায় বিশ হাজার মাইল বেগে পৃথিবীর কক্ষপথের কাছ দিয়ে প্রবাহিত হয়ে যাবে, যার প্রভাবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে একটি পরিবর্তন আসতে পারে বলে কোনও কোনও বিজ্ঞানী মনে করছেন।

>> বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা ৪ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৩ হাজার। চীনে নতুন আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। তবে নতুন আক্রান্ত ও মৃত্যুর ৯০ শতাংশই চীনের বাইরে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া। তবে সংক্রমণ অব্যাহত রয়েছে অন্যান্য দেশেও। ভারতে আক্রান্তের সংখ্যা ৫৬-তে উঠেছে। সর্বশেষ তথ্য অনুসারে, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৭৫৪ জন আক্রান্ত এবং ৩ হাজার ১৩৬ জনের মৃত্যু ঘটে। চীনের বাইরে ৩২ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে মারা গেছেন ৮৮২ জন। সব মিলিয়ে বিশে^ আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯ জন, মারা গেছেন ৪ হাজার ১৮ জন। এছাড়া চীনের বাইরে ইতালিতে ৪৬৩, ইরানে ২৩৭, দক্ষিণ কোরিয়ায় ৫৪, ফ্রান্সে ৩০, স্পেনে ২৮, যুক্তরাষ্ট্রে ২৬, জাপানে ১৬, ইরাকে ৭, যুক্তরাজ্যে ৫, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, জার্মানিতে ২, ফিলিপাইনে ১, সুইজারল্যান্ডে ১, নেদারল্যান্ডসে ১, আর্জেন্টিনায় ১, মিশরে ১, তাইওয়ানে ১, থাইল্যান্ডে ১ ও কানাডায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

>> গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সারা বছর চাষযোগ্য জনপ্রিয় সবজি লাউ । বিইউ হাইব্রিড লাউ-১ নামে উদ্ভাবিত এই জাতটি ইতোমধ্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। নতুন উদ্ভাবিত এই লাউ অল্প জমিতে চাষযোগ্য, রোগ সংক্রমণ কম এবং উৎপাদন বেশি হওয়ায় সবজির চাহিদা পূরণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ. কে. এম আমিনুল ইসলাম দীর্ঘ ৮ বছর গবেষণার পর বিইউ হাইব্রিড লাউ-১ ও বিইউ লাউ-১ নামের লাউয়ের দুটি নতুন জাত উদ্ভাবন করেছেন।

>> জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে চলতি মার্চ মাসে প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সীমিত আকারে বিতরণ করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ কার্যক্রম স্থগিত করেছে ইসি। ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়ড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন দেশে প্রায় এক কোটির উর্দ্ধে প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন।

>> ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি শেষে মঙ্গলবার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এখন থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের (অ্যাসেম্বলির) পর জয়বাংলা বলতে হবে। এর আগে ২০১৭ সালে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। 

>> এ বছর নারী দিবসে বিশ্বের ‘সেরা মা’ খেতাবে ভ‚ষিত হলেন আদিত্য তিউয়ারি, তিনি ভারতের পুনের বাসিন্দা। ২০১৬ সালে ডাউন সিনড্রোমে আক্রান্ত এক শিশুকে দত্তক নেন। এই রোগের কারণেই ফুটফুটে শিশুটিকে ফেলে গেছে তার বাবা-মা। শুরু থেকেই শিশুটিকে মায়ের মতো আগলে রেখে বড় করছেন তিনি।

>> তালেবানের সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ি ১৩৫ দিনের মধ্যে মার্কিন সৈন্য সংখ্যা ১২ হাজার থেকে কমিয়ে ৮ হাজার ৬ শ‘ জন করার কথা রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দেশটি থেকে সেনা প্রত্যাহারের এ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।

>> এলডব্লিউজি মানদন্ডের বেশি ক্রোমিয়াম ছাড়লে সংশ্লিষ্ট ট্যানারিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ক্রোমিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ট্যানারিগুলোকে সময় দেয়া হবে। এর মধ্যে ক্রোমিয়ামের মাত্রা এলডব্লিউজি মানদন্ড অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ট্যানারিগুলো বন্ধেরও ব্যবস্থা নেয়া হতে পারে। ১১ মার্চ চামড়া শিল্প নগরী, ঢাকা (চতুর্থ সংশোধিত) শীর্ষক প্রকল্পের সিইটিপিসহ সার্বিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বক্তৃতা করেন।

>> মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহিদ্দীন ইয়াসিন। রবিবার (১ মার্চ) সকালে তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়। এর আগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। গত ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এর আগে মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।

>> করোনা ভাইরাসের কারণে সতর্কতা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে কুয়েতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা কার্যকর হবে সোমবার ৯ মার্চ থেকে। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য দেশগুলো হলো: চীন, মিশর, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড। কাতার অ্যায়ারলাইনস ইতিমধ্যে ইতালি থেকে আসা-যাওয়ার সকল ফ্লাইট বাতিল করেছে।

>> কাতারের রাজধানী দোহাতে ১৮ মাসেরও বেশি সময় তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনার পর দু’পক্ষের মধ্যে বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিক হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৪ মাসের ভিতর আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারসহ ৪ দফায় এ চুক্তি বাস্তবায়িত হবে। তবে ১৮ বছরের বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চির বৈরি পক্ষদ্বয়ের মধ্যে এম চুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মহল।

>> তালিতে করোনা ভাইরাসে একদিনে ১৩৩ জনের প্রাণহানির ঘটনায় দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৬৬ জনে। আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে। ১৫ টি প্রদেশর ১ কোটি ৬০ লাখ মানুষের করোনা পরিক্ষার ঘোষণা। ভ্রমণে জরুরী অবস্থা জারি থাকবে ৩ এপ্রিল পর্যন্ত। ইতোমধ্যে দেশব্যাপি স্কুল, জিম, জাদুঘর, নাইট ক্লাব সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে দেশটিতে।

>> করোনা ভাররাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবারের মতো কোন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটি। অন্যদিকে অস্ট্রলিয়ার পার্থেও করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মাসে জাপানে ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরী থেকে অস্ট্রেলিয়ার এ রোগী করোনায় আক্রান্ত হয় বলে জানানো হয়।

>> মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের ডি-ফ্যাক্টর নেত্রী অং সান সুকির সম্মাননা বাতিল করেছে লন্ডনের সিটি কর্পোরেশন।  হ্যাগের আন্তর্জাতিক অপরাধ আদালতে সুকি মিয়ানমারের গণহত্যা, গণধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেই আদালতে মিয়ানমারের পক্ষে সাফাই সাক্ষী দেয়ায় এ সম্মনানা বাতিল করলো সিটি কর্তৃপক্ষ। ২০১৭ সালের মে মাসে মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে অসিংস আন্দোলন ও সামাজিক শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সুকির অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মননা প্রদান করা হয়েছিল।

>> যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসা শহরে আঘাত হানা শক্তিশালি এক ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড়ের পর প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

>> ভারতে নাগরিকত্ব আইনের বিরোধীতা করে দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। গত বছরের ১১ ডিসেম্বর ভারতে আইনটি কার্যকর করা হয়। আইন অনুযায়ি প্রতিবেশি দেশগুলো থেকে অমুসলিমদের ভারতে থাকার অনুমতি দেয়া হবে তবে মুসলিমদের এ আইনের অর্ন্তভুক্ত করা হয়নি। ফলে এ আইনকে বৈষম্যমূলক বলে ব্যাপক সমালোচনা শুরু হয় দেশটির ভিতরে ও বাহিরে।

>>বাংলাদেশের ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে মর্যাদাপূর্ণ ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সনদ প্রদান করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষ বোর্ড ‘ডিরেক্টরেট অব ফার্মেসি অ্যান্ড মেডিসিন। উৎপাদন ক্ষেত্রে ভাল চর্চার জন্য স্কয়ার ফার্মাকে এ সনদ প্রদান করা হয়।বাংলাদেশের ওষুধ কোম্পানিটি মর্যাদাপূর্ণ এ সনদটি পাওয়ার ফলে মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানির পথ উন্মুক্ত হয়েছে।