Print
Hits: 1474

>> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়তে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে স্মারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে তবে ২০২১ সাল থেকে কেবলমাত্র নিয়মিত নোট থাকবে। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ’৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট। এছাড়া স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে বাজারে আসতে থাকে ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা ও ১, ২, ৫ টাকার কয়েন। বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এর আগে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এই পর্যন্ত ১২ ধরনের স্মারক মুদ্রা ছাড়া হয়েছে ।

>> পৃথিবীতে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। বিশ্বে মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশ আহরণ করে বাংলাদেশ। ইলিশের বিচরণ এখন শুধু চাঁদপুর, বরিশাল এবং ভোলাতেই সীমাবদ্ধ নয়, রাজশাহী, রংপুর এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন নদ নদী ও হাওড়েও পাওয়া যাচ্ছে জাতীয় মাছ ইলিশ।

>> বাংলাদেশে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বাংলাদেশে মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ২৭তম ইউএস ট্রেড শো বাংলাদেশের উদ্বোধন কালে একথা বলেন। দেশে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে বাণিজ্য ব্যবস্থার উদারীকরণ করা হয়েছে এবং নন-শুল্ক বিধিনিষেধকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। শিল্প মন্ত্রী বলেন, শিল্পনীতি ২০১৬-এ দেশের সর্বত্র বিশেষত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ ইনসেন্টিভ ও সুবিধা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৫২তম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। ২০১৯ সালে মোট বাণিজ্যের পরিমাণ ৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বাণিজ্য ঘাটতি ধীরে ধীরে কমে আসছে।

>> বর্ণাঢ্য আয়োজনে আগামী ১ মার্চ দেশে প্রথমবারের মতো পালিত হবে জাতীয় বিমা দিবস। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) আয়োজিত দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্যে ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ১ মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

>> উত্তরবঙ্গের ১৬ জেলায় নৌপথে পণ্য পরিবহনের অন্যতম প্রবেশদ্বার পাবনার নগরবাড়ীতে আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ে তিনটি প্যাকেজে আরসিসি (পাকা) জেটি, নদীতীর রক্ষায় অবকাঠামো ও বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হবে। এর ফলে এ বন্দর দিয়ে বছরে ৩০ লাখ টন পণ্য নিরাপদে উঠানামা করতে পারবে। বঙ্গবন্ধু সেতুর বিকল্প হিসেবে এ বন্দরের ব্যবহার বাড়বে ও সেতুর উপর চাপ কমবে।

>> ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টাকা রাখার পর যদি ওই প্রতিষ্ঠান অবসায়নে যায় তাহলে সব আমানতকারী মাত্র এক লাখ টাকা পাবে খবরে বলা হচ্ছে, এটা আসলে গুজব। আমানতের সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন হয় তাহলে প্রথম ৯০ দিনের মধ্যে আবেদন ও পরবর্তী ৯০ দিনের মধ্যে আমানতের সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়া হবে। পরে আমানতের বাকি টাকা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ফেরত দেওয়া হবে। এ বিষয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

>>বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়তে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে স্মারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে তবে ২০২১ সাল থেকে কেবলমাত্র নিয়মিত নোট থাকবে। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ’৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট। এছাড়া স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে বাজারে আসতে থাকে ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা ও ১, ২, ৫ টাকার কয়েন। বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এর আগে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এই পর্যন্ত ১২ ধরনের স্মারক মুদ্রা ছাড়া হয়েছে ।

>>ক্রেডিট কার্ড ছাড়া সব ধরণের ঋণের সুদ এক অংকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই সুবিধায় ঋণ পাওয়ার পর খেলাপি হলে ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে। তবে ৬ শতাংশে আমানত সংগ্রহণের কোন বাধ্যবাধকতা রাখা হয়নি। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।

>> প্রায় তিরিশ বছর মিশরের ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দেশটির চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে ১৯৮১ ষাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশ পরিচালনার পর মধ্যপ্রাচ্যজুড়ে আবর বসন্তের গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হোন তিনি। ক্ষমতা থেকে সরাসরি জেলে চলে যান তবে ২০১৭ সালে আবারো মুক্ত হোন তিনি।তবে তার মুক্তি প্রতিবাদে কাইরোতে আবারো বিক্ষোভ শুরু হয়। সর্বশেষ কাইরোর সামরিক গালা হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় বলে জানার তার শ্যালক জেনারেল মুনির তাবেত।

>>বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে রায়ে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন। আদেশে প্রত্যেক জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি যথাযথ স্থানে স্থাপনের নির্দেশ ও এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

>> বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওয়েবসাইট উদ্বোধন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জোয়ান ওয়াগনা। ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ ওয়াগনার বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে বাংলা ভাষা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনই জাতিসংঘকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তনে উৎসাহিত করে। বাংলা ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষে নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা আমার জন্য সম্মান এবং আনন্দের।

>> এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) দাপ্তারিক ভাষা হিসেবে যুক্ত হয়েছে বাংলা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে এপনিক এ সিদ্ধান্ত নেয়। সংগঠনটির ৪৯তম সম্মেলনের সমাপনী দিনে বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা আসে। বিশ্বে ৩২ কোটি মানুষের ভাষা বাংলা। বাংলাদেশ প্রতিনিধিত্ব করে সেই ভাষার। এপনিকের ৫০তম সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর ২০২২ সালের এপনিক অনুষ্ঠিত হবে জাপানে।

>> চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আরো ১১৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটিতে এ সংখ্যা বেড়ে দুই হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। আর এদের অধিকাংশ হুবেই প্রদেশের বাসিন্দা। সেখানে এ ভাইরাস বসচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। খবর এএএফপি’র। জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রতিদিনের হালনাগাদ করা তথ্যে জানায়, চীনে নতুন করে আরো ৮৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা এখন ৭৪ হাজার ৫৭৬ জন। চীনের বাইরে আরো ৩০টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার।

>> ফিটনেস বিহীন, আনফিট ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও নতুন সড়ক আইন-২০১৮ বাস্তবায়নে সারাদেশে প্রতি জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, সড়ক ও সেতু সচিবকে এই নির্দেশ দিয়ে আদালত বলেছে, জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করতে হবে। আজ রোববার (১৬-০২-২০২০) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

>> ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ২০২০। আলোহা বাংলাদেশের আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সারাদেশের ৬শটিরও বেশি স্কুল থেকে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী। এতে ভারতের আলোহার ১০০ জন শিক্ষার্থীও অংশ নিয়েছিল। ২০০৮ সাল থেকে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আলোহা বাংলাদেশ। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে এটা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয় এবং বেশিরভাগ শিক্ষার্থীই উল্লেখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে।উল্লেখ্য, জাতীয় পর্যায়ে উন্নিত শিক্ষার্থীরা এ বছরের জুলাইয়ে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

>>দেশীয় সামাজিক যোগাযোগের মাধ্যম ও জীবনধারাবিষয়ক অ্যাপ ‘কথা’ যাত্রা করেছে।কথা অ্যাপের মাধ্যমে অনলাইনে চ্যাটিং, কেনাকাটা, ডিজিটাল লেনদেন, মোবাইল রিচার্জ ও বিনোদনসহ নানা তথ্য মিলবে।  রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কের সেমিনার হলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এরই মধ্যে অ্যাপটি ডাউনলোড হয়েছে প্রায় ২৭ হাজার বার। এক সঙ্গে অনেকগুলো সুবিধা থাকাতে একই প্লাটফর্মের ব্যবহারকারীরা পাবে খেলাধুলা, গ্রোসারি পণ্য ক্রয়, খাবার অর্ডার, পেমেন্ট, অনলাইনভিত্তিক ব্যবসার সুবিধা। এ ছাড়াও ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতোও ব্যবহার করা যাবে অ্যাপটি।

>> করোনা ভাইরাসের প্রভাবে আগামী ৫-৬ মাস যদি চীন থেকে পণ্য না আসে বা বন্ধ থাকে তাহলে রপ্তানি খাতে প্রায় ১২শ থেকে ১৫শ কোটি টাকার সম্ভাব্য ক্ষতি হবে বলে মনে করছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ)।গতকাল শনিবার (১৫.০২.২০২০) বিজিএপিএমইএ আয়োজিত বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতের ওপর করোনা ভাইরাসের প্রভাব শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুল কাদের খান বলেন, চীন থেকে মোট এক্সেসরিজের ৪০ বা ৫০ শতাংশ আমদানি করা হয়। কাঁচামালের দাম বাড়ছে। আগামী ১ বা দেড় মাস থেকে সমস্যা শুরু হবে। আর এরই মধ্যে আমাদের প্রায় ১০০ বা ২০০ কোটি টাকার ক্ষতি হয়েই গেছে। এছাড়া আমাদের প্রায় ১ হাজার ৭৪৪টি প্রতিষ্ঠান আছে। এ সব প্রতিষ্ঠানে ৩৫টির মতো পণ্য উৎপাদন করে থাকে এবং ৯৫ শতাংশ দেশীয় চাহিদা মিটিয়ে থাকে। গত অর্থবছরে এসে এই সেক্টরে মোট রপ্তানি হয়েছে ৭ বিলিয়ন ডলার। যার মধ্যে সরাসরি রপ্তানি ছিল ১ বিলিয়ন ডলার।

>> আগামী শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-এর সভাপতিত্বে কমিশনে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যিালয়গুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে।

>> করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামাবার নয়। এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১১২ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ হাজার। বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের কতৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। চীন ছা্ড়াও এই ভাইরাস বিশ্বের ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। এসব দেশে গুলোতে ৩৯৫ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের করোনাভাইরাসের দাপ্তরিক নাম কোভিড-১৯ (Covid-19) ঘোষণা করেছে। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০২-০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও ছাড়িয়ে গেছে। ওই সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২৪টির বেশি দেশে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়, আক্রান্ত হন আট হাজার ৯৮ জন।

>>বুধবার (১২ ফেব্রুয়ারি) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষের মধ্যেই দেশের প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছাবে। দেশের ৪১০টি উপজেলা আজ থেকে শতভাগ বিদ্যুতায়িত হলো। আর কোনো ঘর অন্ধকার থাকবে না। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, ৭ জেলা ও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি, পাশাপাশি ফেনীতে নির্মিত ১১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত একটি দেশ হবে।

>>বিশ্ব আর্চারির নতুন চমকের নাম রোমান সানা। গত দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ৩টি স্বর্ণ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ থ্রিতে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। ২০১৯ সালের সেরা অ্যাথলেটের তালিকা ঘোষণা করেছে বিশ্ব আর্চারি ফেডারেশন। সেখানে বিশ্বের সেরা চমক হিসেবে মনোনিত হয়েছে বাংলাদেশর ২৪ বছর বয়সী তিরন্দাজ রোমান সানা। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো অ্যাথলেট সেরা তালিকায় নাম লিখিয়েছেন। সেটি এসেছে এই ল্যান্স নায়েকের হাত ধরে। ২০২০ সালে টোকিওতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা লাভ করেছেন রোমান সানা।

>> বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। এছাড়া, ৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন কয়েকজন জেলে। ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

 >> অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে অশোভন আচরণের কারণে বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। এর মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় ক্রিকেটার।বাংলাদেশের হলেন, তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রকিবুল হাসান। অন্যদিকে, ভারতের আকাশ সিং এবং রবি বিষ্ণয়কে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। এদের প্রত্যেকেই আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এবং প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন তখন এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে।

>> ইতিহাস সৃষ্টি করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছিনিয়ে নিল বাংলাদেশের টাইগার যুবারা। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে জয়ের মুকুট অর্জনস করে টাইগার যুবারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপ জয় করলো কোনো দল। জয়ের এই মুকুট নিয়ে আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরবে বিশ্ব কাঁপানো এই তরুণদের দল।

>>বিশ্বজুড়ে চলচিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার অস্কারের ৯২ বছরের রেকর্ড ভেঙে এই প্রথম ইংরেজি ব্যতিত ভিন্ন কোন ভাষার চলচিত্র এ পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করলো। রবিবার দক্ষিণ কোরিয়ার পরিচালক বংজো হো নির্মিত ‘প্যারাসাইট’ চলচিত্রটি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রদানকৃত সেরা চলচিত্র হিসেবে পুরস্কৃত হয়। অস্কার পুরস্কারের ২৪টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগে পুরস্কার পায় কোরিয়ান ডার্ক থ্রিলার কমিডি ধাচের এ ছবিটি। গরিব মানুষের সঙ্গে বড়লোকদের সম্পর্ক আশ্চর্য দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে প্যারাসাইটে।

>>চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০০২-০৩ সালে সার্সের প্রাদুর্ভাবকে ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল রবিবার(০৯.০২.২০) সকালে জানায়, নভেল করোনা ভাইরাসে চীনের মূল ভূখণ্ড এ পর্যন্ত ৮১১ জনের মৃত্যু ঘটেছে। এ ছাড়া হংকং ও ফিলিপাইনে এর আগে মারা গেছেন আরো ২ চীনা নাগরিক। শুধু গত শনিবারই মারা গেছেন ৮৯ জন। ছয় সপ্তাহ আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।

>> পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চুক্তির সর্বমোট ৭২টি ধারা রয়েছে। চুক্তির ৭২টি ধারার মধ্যে ইতোমধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত, ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে এবং ৯টি ধারার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং অবন্তিবায়িত ধারাসমূহ বাস্তবায়নের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

>> পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় তহবিল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে। বাজারে টানা দরপতনের পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে ব্যাংকগুলোর কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায়। আর্থিক খাতের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পুঁজিবাজারে তফসিলী ব্যাংকসমূহের নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের আইন রয়েছে। দেশের পুঁজিবাজার ও মুদ্রা বাজারের মধ্যে যোগসূত্র স্থাপন হিসেবে তফসিলি ব্যাংকগুলোর ভূমিকা অনস্বীকার্য। আর্থিক প্রতিষ্ঠানসমূহের পুঁজিবাজার সংক্রান্ত সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ( মার্চেন্ট ব্যাংক ও ডিলার লাইসেন্সধারী ব্রোকারেজ হাউজ) এবং অন্যান্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজকে শুধুমাত্র পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় এ তহবিল সরবরাহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেপোর সুদের হার ৫% নির্ধারিত থাকবে এবং কোন প্রকার অকশনের প্রয়োজন হবে না। এছাড়া ব্যাংকসমূহের অতিরিক্ত তারল্য হতে ট্রেজারী বন্ড বা বিল রেপোর মাধ্যমে এই তারল্য সুবিধা গ্রহণ করতে হবে।

>> পুঁজিবাজার শক্তিশালী করতে লাভজনক সরকারি সাত কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্তের পর আগামী অক্টোবরের মধ্যে আরো চার রাষ্ট্রীয় ব্যাংক পুঁজিবাজারে বাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরো বাড়ানো হবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজার চাঙা করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল) বাজারে আনার সিদ্ধান্ত হয়েছে।

>> ২০১৯ সালের প্রথম ১০ মাসে এজেন্টের মাধ্যমে ২১১ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক। কিন্তু এক বছর আগেও বেশির ভাগ মানুষের কাছেই অচেনা ছিল ব্যাংকিংয়ের এই সহজ পদ্ধতি। সংশ্লিষ্টরা বলছেন, একটি শাখার তুলনায় এজেন্ট পরিচালনার খরচ অনেক কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) মোট ৬৫ হাজার ৬ কোটি টাকার আমানত সংগ্রহ হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এজেন্টগুলোর মাধ্যমে একই সময়ে ১ লাখ ৫১ হাজার ৭৮ কোটি টাকা লেনদেন করেছেন গ্রাহক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সমাজের সবার উপযোগী ও ব্যয়সাশ্রয়ী আর্থিক সেবা চালুর লক্ষ্যে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আলোচ্য সময়ে এজেন্টের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছে ১২৪ কোটি টাকা। এছাড়া এই প্রক্রিয়ায় রেমিট্যান্স এসেছে ৮৩৮ কোটি টাকা। বর্তমানে এজেন্ট ব্যাংকিং করছে ১৯টি ব্যাংক। এসব ব্যাংকের ৬ হাজার ৮০৮ এজেন্টের আওতায় ৯ হাজার ৭০৩টি আউটলেট রয়েছে। এজেন্ট ও আউটলেট বিস্তৃতিতে শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া।

>> চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩১ হাজার ৫০৭ কোটি টাকা। এর আগে অর্থাৎ নভেম্বর পর্যন্ত রাজস্ব ঘাটতি ছিল ২৮ হাজার ৬৪৮ কোটি টাকা। এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২ হাজার ৮৫৯ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৬৮ কোটি ৯৮ লাখ টাকা। আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৬১ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কাস্টমসে আদায় হয়েছে ৩১ হাজার ৪২৩ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া রাজস্ব আদায়ের প্রধান খাত ভ্যাট আদায় হয়েছে ৪১ হাজার ৯০ কোটি ২২ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের ৬ মাস শেষে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৫ মাসে অর্থাৎ জুলাই-নভেম্বর ১৯ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১০ হাজার ৫৬৮ কোটি টাকা, আদায় হয়েছে ৮১ হাজার ৯২০ কোটি টাকা। আর রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। এ অবস্থায় করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়ায় রাজস্ব ঘাটতি আরো বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

>> চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে ৫ হাজার ৪৩৩ কোটি ২১ লাখ টাকা। গত (২০১৮-১৯) অর্থবছরের একই সময়ে সরকার সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নিয়েছিল ২৪ হাজার ৯৯৩ কোটি ৫৪ লাখ টাকা। যা পুরো অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ২০ শতাংশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৭৮ শতাংশ কম। টাকার অঙ্কে ব্যাখ্যা করলে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে গেছে ১৯ হাজার কোটি টাকার বেশি। ১০ অর্থবছরের মধ্যে সঞ্চয়পত্র বিক্রির এমন দশা এবারই প্রথম। মূলত বাধ্যতামূলক ই-টিআইএন সার্টিফিকেট এবং ৫ লাখ টাকা বিনিয়োগে সুদ কমিয়ে দেয়ায় আশঙ্কাজনকহারে কমে গেছে সঞ্চয়পত্র বিক্রি। 

>> বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণার কথা বলা হয়েছে। দেশের দ্বিতীয় স্যাটেলাইট আগামী ২০২৩ সালের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্য।

>> পৃথিবীর আকারের আরেকটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত সোমবার নাসার পক্ষ থেকে ‘টি ওয়াই ৭০০ ডি’ নামের এ নতুন গ্রহটির বিষয়ে জানানো হয়। এই বিষয়ে নাসার কর্মকর্তা পল হার্টজ বলেন, নাসা টিইএসএস নামের একটি গ্রহানুসন্ধানী নভোযান পাঠিয়েছিল এবং সেটি একটি নিকটতম নক্ষত্রের কাছে এই গ্রহ খুঁজে পেয়েছে। নাসার হিসেবে, নতুন সন্ধান পাওয়া গ্রহটির আকার পৃথিবীর সমান। এটি বসবাসের উপযোগী বলেও নাসার পক্ষ থেকে বলা হয়। কারণ গ্রহটিতে রয়েছে পানির অস্তিত্ব। পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে এর অবস্থান। ২০১৮ সালে মহাকাশে নাসার পাঠানো নভোযান টিইএসএস নামের এই প্রথম কোনো গ্রহের সন্ধান দিল।