Print
Hits: 2462

>> বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। কেন্দ্র ওই নম্বর ব্যবহারিক নম্বরের সঙ্গে যোগ করে অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাবে।

>> আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী রয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। আর কারিগরিতে ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

>> দীর্ঘ ১৮ মাস ধরে চলা বাণিজ্যযুদ্ধ শিথিলে অবশেষে একটি চুক্তি স্বাক্ষর করল বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। গতকাল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হের মধ্যে  চুক্তি সম্পাদিত হয়।চুক্তির মূল শর্ত হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগামী দুই বছরে বর্তমানের চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি মূল্যমানের পণ্য ও সেবা কিনবে এবং মেধাস্বত্ব আইন আরও শক্তিশালী করবে। ২০১৮ সালে চীনের সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতির পরিমাণ ছিল ৪২ হাজার কোটি ডলার।

 >> প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া রাশিয়ার পুরো সরকার পদত্যাগ করেছে। দেশটির সংবিধান পরিবর্তনের বিষয়ে পার্লামেন্টে দেওয়া পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ সিদ্ধান্ত জানায় রাশিয়ার সরকার। নতুন সংবিধানে প্রেসিডেন্টের বদলে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবে। বুধবার (১৫.০১.২০২০) বৈঠক করে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহকারী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন। ২০২৪ সালে পুতিনের ক্ষমতায় থাকার চতুর্থ মেয়াদ শেষ হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এরপর আর প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ নেই পুতিনের। 

>> ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করা হলে তা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানানো হবে। সম্প্রতি ফেসবুক নতুন এ ফিচারটি চালু করেছে। ফেসবুক নোটিফিকেশনস নামের ফিচারটি ফেসবুক লগইন অংশে যুক্ত হয়েছে।ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী পুক্সুয়ান শি বলেছেন, ফেসবুকের তথ্য অপব্যবহারের বিষয়ে ব্যবহারকারী যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। এ সেবা আরও উন্নত করতে কাজ করবে ফেসবুক।

>> আন্তর্জাতিক বাজারে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি পণ্য রফতানি করেন বাংলাদেশের রফতানিকারকরা। যার ৮৪ শতাংশই পোশাক পণ্য। আবার মোট পোশাক রফতানির ৭৩ শতাংশই পাঁচটি পণ্যে সীমাবদ্ধ। পোশাক পণ্যের রফতানিতে বৈচিত্র্য আনতে ৩১টি পণ্য চিহ্নিত করা হয়েছে। পণ্যগুলোর বর্তমান আন্তর্জাতিক বাজারের আকার ১৩২ বিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশ থেকে সাধারণত দুই ক্যাটাগরিতে পোশাক রফতানি হয়। একটি হলো নিট, অন্যটি ওভেন। এগুলো হলো টি-শার্ট, ট্রাউজার, শার্ট, জ্যাকেট ও সোয়েটার।

>> দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাশাপাশি বন্দর, জাহাজ নির্মাণ ও আইসিটি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

>> সড়ক পরিবহন আইন ২০১৮-এর খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আইনটি জাতীয় সংসদে পাস হয় গত বছরের ১৯ সেপ্টেম্বর। গেজেট প্রকাশ হয় একই বছরের ৮ অক্টোবর। এর ১১ মাস পর গত বছরের ১ নভেম্বর আইনটি কার্যকরের ঘোষণা দেয়া হয়। তবে আইন কার্যকরের জন্য বিধিমালা না থাকায় এর প্রায় দুই সপ্তাহ পর পুরনো আইনের বিধিমালা দিয়ে সীমিত পরিসরে আইনটির প্রয়োগ শুরু করে সরকার।

>> ২১০০ সালের পাঁচটি আফ্রিকান দেশ শীর্ষ ১০ জনসংখ্যাবহুল দেশের তালিকায় জায়গা করে নেবে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। সেগুলো হচ্ছে নাইজেরিয়া, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, মিসর ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো। জাতিসংঘ ও পিউ রিসার্চ সেন্টারের উপাত্তে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বে শিশুজন্মহার কমতে শুরু করেছে। তবে প্রতিটি নারী গড়ে ২ দশমিক ৫০টি সন্তান জন্ম দেয়ায় বিশ্বের জনসংখ্যা বেড়েই চলেছে|

>>বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর ভিত্তি করে নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এ চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা ও প্রযোজনা করছে সিকদার গ্রুপ, ন্যাশনাল ব্যাংক ও পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড। বাণিজ্যিক ধারার এ চলচ্চিত্র থেকে যা আয় হবে, তার সম্পূর্ণ অংশ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে দেয়া হবে।

>> ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের রফতানির বৈচিত্র্য নিয়ে একটি সমীক্ষা করে এ সেক্টরে ভিন্নতা আনতে মোট তিনটি খাতকে শনাক্ত করেছে। খাতগুলো হলো চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক এবং প্রকৌশল দ্রব্য।

>>গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও কৃষিপণ্যটির রফতানিতে একক আধিপত্য ধরে রেখেছে রাশিয়া| রাশিয়া বিশ্বের চতুর্থ শীর্ষ গম উৎপাদনকারী দেশ।২০১৬ সালে দেশটি থেকে ২ কোটি ৭৮ লাখ ১৫ হাজার টন গম রফতানি হয়। ইইউ রফতানি করেছিল ২ কোটি ৭৪ লাখ ৩৯ হাজার টন গম। ২০১৮ সালে রাশিয়া থেকে ৩ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার টন গম রফতানি হয়েছে। এ সময় ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার টন গম রফতানি করেছে।

>>দেশে অভ্যন্তরীণ নদীপথে কনটেইনারে পণ্য পরিবহনে আগ্রহী হচ্ছেন শিল্পোদ্যোক্তারা। গত বছর এ পথে চট্টগ্রাম থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আমদানি-রফতানি করা পণ্য পরিবহন বেড়েছে ২২ শতাংশ। ২০১৯ সালে আমদানি-রফতানি মিলিয়ে নৌপথে মোট ২৭ হাজার ৪৭৭ একক কনটেইনার ওঠানামা হয়েছে। ২০১৮ সালে এর পরিমাণ ছিল ২২ হাজার ৫০৮ একক। অর্থাৎ গত বছর বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২২ শতাংশ। এর আগের বছর ২০১৭ সালে হ্যান্ডলিং হয় ২৫ হাজার ৭১৯ একক কনটেইনার।

>>বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা বা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে (এফইআরএ) ‘ব্যাক টু ব্যাক ইম্পোর্ট এলসি’ খোলার ক্ষেত্রে বন্ড লাইসেন্সের আবশ্যকতা ২০১৪ সালে সংযুক্ত হয়েছিল, যা ২০১৮-তে আরো কঠোর করা হয়। যার সূত্র ধরে সম্প্রতি বিভিন্ন ব্যাংক তাদের বন্ড লাইসেন্সবিহীন গ্রাহকদের রফতানি ঋণপত্রের বিপরীতে স্থানীয় ব্যাক টু ব্যাক ঋণপত্র প্রদানে অপারগতা প্রকাশ করছে।

>> ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। বাংলাদেশের ওপরে থাকবে ক্যারিবীয় দেশ গায়ানা, আফ্রিকার রুয়ান্ডা ও জিবুতি। তবে বিশ্বব্যাংকের দেওয়া এই পূর্বাভাসের পেছনে একটি দুঃসংবাদও আছে। সেটি হলো সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরের ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির তুলনায় কিন্তু এ বছর তা ব্যাপকভাবে কমে যাবে।

>> তিন বছরের মধ্যে প্রথম শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনালে হারিয়েছেন স্বদেশি জেসিকা পেগুলাকে। শিরোপা লড়াইয়ে ৬-৩, ৬-৪ গেমে জেতেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথম কোনো শিরোপা জিতলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

>> বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ।’ পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

>> বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিউর’ এর গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। আজ রোববার সকাল ১১টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই জনপ্রিয় গিটারিস্ট। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিউর ব্যান্ডের গোড়াপত্তন করেন সাঈদ হাসান।

>> বেসিক ব্যাংকের কর্মীদের বেতন কমাতে জারি করা সার্কুলারের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

>> রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রাজউকের সদস্য মোহাম্মদ সাঈদ নূর আলম প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

>> টেস্টকে এবার বিশেষ গুরুত্বই দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। –টোয়েন্টিতে ম্যাচ ফি ২ লাখ টাকা। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবে ৬ লাখ | বিসিবি সবশেষ আনুষ্ঠানিকভাবে ম্যাচ ফি বাড়িয়েছিল ২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত বোর্ড সভায়।

>> ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে লড়াইয়ে ৭৫৮ জনের থাকা চূড়ান্ত হল।

>> সৌদি আরব ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

>> নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে । এটি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

>> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা কোম্পানির চাকরিতে যোগদানের তারিখ, অর্থাৎ ১ মার্চকে ‘বীমা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চকে বীমা দিবস ঘোষণা এবং দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

>> ডুবতে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে সরকার। টানা পতনে এক বছরের মধ্যে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৭১ হাজার কোটি টাকার বেশি।

>> কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাই কোর্ট। ‘জনস্বার্থে’ সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা এক রিটে আট বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

>> থাইল্যান্ডের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ৩৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। গত ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশ ৪৪ মিলিয়ন ডলারের পণ্য থাইল্যান্ডে রপ্তানি করেছে। আর থাইল্যান্ড থেকে আমদানি করেছে ৯৫২ মিলিয়ন ডলারের পণ্য। বাংলাদেশ এখন থাইল্যান্ডে চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, সামদ্রিক মাৎস্য ও অন্যান্য প্রাণিজ পণ্য, কাগজ ও কাগজের মণ্ড, সাবান, প্লাস্টিক পণ্য এবং রবার রপ্তানি করছে।

>> ঢাকা-সিঙ্গাপুর রুটে ‘এ৩৫০-৯০০ মডেলের’ উড়োজাহাজ আনছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এ৩৫০-৯০০’ উড়োজাহাজের বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসে ৩০৩টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে রয়েছে ৪০টি আসন এবং ইকোনমি ক্লাসে ২৬৩টি।

>> সঞ্চয়পত্রের ‘অস্বাভাবিক’ বিক্রির মাশুল দিতে হচ্ছে এখন সরকারকে। চলতি অর্থবছরের পাঁচ মাসে সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ সরকার গ্রাহকদের ২৩ হাজার ২১ কোটি টাকা শোধ করেছে। গত অর্থবছরের একই সময়ে এ বাবদ খরচ হয়েছিল ১৫ হাজার ৩৭৭ কোটি ৭৫ লাখ টাকা। চলতি অর্থবছরের পুরো সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছিল।

>> পেঁয়াজ, চালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার বিগত ২০১৯ সালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় সাড়ে ৬ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে এই পণ্য ও সেবার মূল্য বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬ শতাংশ ও ৫ দশমিক ১৯ শতাংশ। ২০১৭ সালে ছিল যথাক্রমে ৮ দশমিক ৪৪ শতাংশ ও ৭ দশমিক ১৭ শতাংশ।জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এতথ্য তুলে ধরে ভোক্তা অধিকার রক্ষা নাগরিক সংগঠন ক্যাব।