Print
Hits: 1676

>> এক সপ্তাহের মাথায় জুসেপ্পে কোন্তে আবারো ইতালিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টি (পিডি) সাধারণ সম্পাদক জিঙ্গারেতি ও ফাইস্টার মুভমেন্ট সাধারণ সম্পাদক লুইজি দি মাইও দল জোট বেঁধে রাষ্ট্রপ্রতি সেরজো মাতারেল্লার কাছে পুনরায় প্রধানমন্ত্রী করতে প্রস্তাব দিলে রাষ্ট্রপতি প্রস্তাব গ্রহণ করেন। এই সরকার আগামী নির্বাচন পর্যন্ত আসন্ন মন্ত্রিপরিষদ গঠনের পর টিকে থাকতে চেষ্টা করবে। তাদের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত।

>> দেশের ৮টি প্রতিষ্ঠানকে ১৪০ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। মুক্তিযুদ্ধ জাদুঘর, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টসহ প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরকে ১৫ কোটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতালকে ১০ কোটি এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দেন। এসব প্রতিষ্ঠান ছাড়াও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

>> বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন তৈরিকারী বন আমাজন যদি পৃথিবীর ফুসফুস হয় তাহলে সুন্দরবন হলো বাংলাদেশের ফুসফুস,‘ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে তরল গ্যাস বোতলজাতকরণ প্রকল্পের জন্য এলপিজি কারখানা স্থাপনে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার জন্য করা পৃথক তিনটি আবেদন শুনানির সময় মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেছেন।

>> ব্যয় বেশি হওয়ায় ত্রিপুরা থেকে আর কোনও বিদ্যুৎ আমদানি করবে না বাংলাদেশ সরকার। ভারতে বিদ্যুতের জন্য সাবস্টেশন নির্মাণে যে খরচ হয় তা অনেক ব্যয়বহুল। তাই বিদ্যুত না আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সপ্তদশ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, ভারত থেকে বিদ্যুত আমদানি করতে গেলে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে। ব্যাক টু ব্যাক হাই ভোল্টেজ সাবস্টেশন (এইচএসভিডিসি) নির্মাণে এ অর্থ খরচ হবে। বাংলাদেশ এখন চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ব্যয়বহুল সাবস্টেশন করা যৌক্তিক নয়। কুমিল্লা এলাকায় প্রচুর গ্যাস আছে। প্রয়োজনে সেখানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যাবে। ত্রিপুরা থেকে এখন যে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে এর বাইরে আর বিদ্যুৎ আনবে না বাংলাদেশ। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

>> পরিবেশ দূষণের দায়ে ঢাকা, গাজীপুর, ও টাঙ্গাইলের সাতটি কারখানাকে প্রায় ১৬ লাখ (১৫ লাখ ৮০ হাজার) টাকা ক্ষতিপূরণ (জরিমানা) ধার্য করেছে পরিবেশ অধিদফতর।  গত ১৫ জুলাই পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের পরিচালক, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে অভিযান চালানো হয়। তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে, অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে সাতটি কারখানাকে জরিমানা করা হয়েছে।

>> মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ের পাশে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০-৬০০টি ঘর পুড়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত মোট পরিবারের সংখ্যা প্রায় তিন হাজার বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

>> ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের নিদর্শন সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কমিটির ৪৩তম সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট বিশ্ব ঐতিহ্য কমিটিতে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনার পর সর্বসম্মতভাবে সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশের পক্ষে কিউবা, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চীন সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার নতুন সিদ্ধান্ত উপস্থাপন করে।

>> খুব শিগগির দেশের ৫৯টি বাণিজ্যিক ব্যাংকে ‘স্বয়ংক্রিয় চালান’ পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। চালানের মাধ্যমে সরকারের কোষাগারে অর্থ জমা দেয়ার পরিমাণ বাড়াতে এ ব্যবস্থা চালু করা হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

>> মানুষের চুলের চেয়ে পাতলা ও সরু নমনীয় চিপ উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। তিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি এ চিপ অ্যানালগ সংকেত বাড়াতে পারে এবং প্রসেসরের সঙ্গে ব্লু টুথ যোগাযোগ ফাংশন যুক্ত করতে পারে। এ ধরনের চিপ যোগাযোগ ও চিকিৎসা খাতে ব্যবহৃত হতে পারে। চীনের ঝেজিয়াং প্রদেশে অনুষ্ঠিত ‘ফেক্সিবল ইলেকট্রনিকস’ বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলনে দুটি নমনীয় চিপ উদ্ভাবনের কথা জানান অধ্যাপক ফেং শুর নেতৃত্বাধীন গবেষক দল। ওই সম্মেলনে চীনসহ আন্তর্জাতিক পর্যায়ের ৬০০ বিশেষজ্ঞ অংশ নেন।

>> লিওনার্দো ডি ক্যাপ্রিও তার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্ত আমাজনকে বাঁচাতে ৫০ লাখ ডলার দেয়ার অঙ্গীকার করেছেন। পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরিবর্তন মোকাবেলায় জরুরিভিত্তিতে কাজ করার লক্ষ্য নিয়ে লিওনার্দো তার দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথকে নিয়ে তৈরি করেছেন আর্থ অ্যালায়েন্স।

>> শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ আমাজনের আগুন নিয়ন্ত্রণে ২২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। সোমবার জলবায়ু পরিবর্তন নিয়ে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন জোটটির নেতারা। জোটটির নেতারা ভয়াবহ আগুনের কবলে ক্ষতিগ্রস্ত বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন আমাজনকে রক্ষায় এ পদক্ষেপ নিয়েছেন।

>> গহন আগুনে পুড়ছে গহীন সবুজে ঢাকা আমাজন বন। ছারখার হয়ে যাচ্ছে দুনিয়ার ফুসফুস। মানচিত্রে দক্ষিণ আমেরিকার প্রায় অর্ধেক এবং ইউরোপের দুই-তৃতীয়াংশ আয়তনের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে আছে সাড়ে পাঁচ কোটি বছর পুরনো বিশ্বের বৃহত্তম বৃষ্টিবন আমাজন। পৃথিবী নামের এই গ্রহের মোট অক্সিজেনের পাঁচ ভাগের এক ভাগ জোগান দিচ্ছে আমাজন। অঘটনের শুরু ২০১৯ সালের শুরুর দিকেই। আট মাস পুরো হওয়ার আগে এখন পর্যন্ত ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) দেশটিতে মোট ৭৩ হাজার আগুন লাগার ঘটনা লিপিবদ্ধ করে। এর মধ্যে অর্ধেকের বেশি আগুনের খবর আসে আমাজন থেকে। ইনপের পরিসংখ্যানে, প্রতিদিন আপনার হাতের ঘড়ির কাঁটায় একটি মিনিট পার হওয়ার আগেই কমপক্ষে দুটি ফুটবল মাঠের সমআয়তন সবুজ গাছপালা পুড়ে খাক হয়ে যাচ্ছে আমাজন বনে।

>> নেইমার জুনিয়রকে কেনার দৌড়ে বার্সেলোনার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। এই দুই স্প্যানিশ জায়ান্টের ব্যর্থতার অপেক্ষায় আছে জুভেন্টাসও। কিন্তু যাকে নিয়ে এত কিছু সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সরাসরি জানিয়ে দিয়েছেন, বার্সাতেই যেতে চান তিনি।

>> চামড়া সরবরাহকারী ও রফতানিকারকদের প্রণোদনার সুযোগ রেখে ‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা-২০১৯’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘নীতিমালা অনুযায়ী চামড়া শিল্পের উন্নয়নের জন্য প্রাথমিকভাবে গবেষণা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবেশ রক্ষা, অধিকতর পরিচ্ছন্ন উৎপাদন এবং অবকাঠামো বিষয়ক প্রকল্প গ্রহণ করা সমীচীন। রফতানি বৃদ্ধিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির প্রক্রিয়া উন্নত করতে হবে।’

>> জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৫ হাজার ৪২৬ কোটি ৪ লাখ এবং বিদেশি অনুদান ৭৮ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ প্রকল্প; ‘আলীকদম-জালানিপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়ক (প্রথম সংশোধন)’ প্রকল্প; ‘টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার জন্য চারটি জাতীয় মহাসড়কের পাশে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য পার্কিং সুবিধা সংবলিত বিশ্রামাগার স্থাপন’ প্রকল্প; ‘বড়তাকিয়া (আবুতোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প। ‘উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ’ প্রকল্প; ‘ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ (প্রথম সংশোধন)’ প্রকল্প; ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ প্রকল্প; ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন, মানিকগঞ্জ (প্রথম সংশোধন)’ প্রকল্প; ‘বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ (প্রথম সংশোধন)’ প্রকল্প; ‘সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ-২ পর্যায় (আইএফএমসি-২)’ প্রকল্প।

>> ঋণখেলাপির সংখ্যা ও খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ২৩ জুন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। জবাবে দুটি কারণ উল্লেখ করে তারা; এক. ডেফার্ড এলসির (পণ্য আমদানিতে বাকিতে ঋণপত্র) টাকা পরিশোধে ব্যবসায়ীদের ব্যর্থতা; দুই. আদালতে মামলা নিষ্পত্তি।

>> মাত্র সাত দিনের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম। বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখি থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। স্বর্ণের দাম মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাজুসের নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করেছে ৫০ হাজার ৬৮০ টাকা। এমানের স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৫১৪ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরির দাম ৯৩৩ টাকা।

>> মিয়ানমারের শান প্রদেশেও তাণ্ডব শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রদেশজুড়ে, পালাচ্ছে হাজারো মানুষ। এর আগে রাখাইনেও এভাবেই তারা তাণ্ডব চালিয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছিল। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটির শান প্রদেশে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় প্রায়ই প্রদেশটির ওইসব বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

>> যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের শাসনাধীন এলাকা বাড়ানোর উদ্দেশ্যে সহযোগী ও পরামর্শকদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। উত্তর আটলান্টিক ও উত্তর সাগরের মধ্যে অবস্থিত বরফাচ্ছাদিত অঞ্চল গ্রিনল্যান্ড।

>> ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির দেয়া বিশেষ নিরাপত্তা সরিয়ে নিল মোদি সরকার। পরিবর্তে তার নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআরপিএফকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: ভোরের কাগজ সংবাদ মাধ্যম হতে সংগৃহীত।