Print
Hits: 2312

>> সব ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে যা- চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হবে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন যা- কার্যকরের ২৯ দিনের মাথায় সংশোধন করা হলো। শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করা হবে।  

>> বাংলাদেশকে ২০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৮শ ৪৬ কোটি ৬ লাখ টাকা দেবে জার্মানি। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, পোশাক খাত, দক্ষতা উন্নয়ন, রাজধানীর পানি ব্যবস্থাপনা ও সুন্দরবন রক্ষা- এই ছয়টি খাতে বাংলাদেশকে উক্ত টাকা দেয়া হবে। এর মধ্যে স্বল্প সুদে ঋণ ১৭২ মিলিয়ন ইউরো, বাকি ২৮ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে দেয়া হবে । ৩০.০৭.২০১৯ রোজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সক্ষমতায় দেয়া হবে ১৫৬ মিলিয়ন ইউরো। এ ছাড়া শহর অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৬ মিলিয়ন ইউরো, টেক্সটাইল খাতে ৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো, রাজধানী ঢাকার পানি ব্যবস্থাপনায় ৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো, সুন্দরবন ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪ মিলিয়ন ইউরো এবং পাট ও গবেষণা খাতে দেয়া হবে ২ মিলিয়ন ইউরো।

>> বিশ্ব অর্থনীতিতে এখন বাংলাদেশের অবস্থান ৪২। যা- লন্ডনভিত্তিক এইচএসবিসি’র বৈশ্বিক গবেষণার ভিত্তিতে তৈরি। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে দ্রুত স্ফীত হচ্ছে বাংলাদেশ। আগামী ২০৩০ সালের মধ্যে বৈশ্বিকভাবে দেশজ উৎপাদন বা জিডিপির ভিত্তিতে ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।  ‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৩০: আওয়ার লং টার্ম প্রজেকশন ফর ৭৫ কান্ট্রিস’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ অগ্রগতি হবে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে ফিলিপাইন, পাকিস্তান, ভিয়েতনাম ও মালয়েশিয়া।

>> এখন থেকে বে-মেয়াদী এবং মেয়াদী উভয় ধরনের মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রেই শুধু নগদ লভ্যাংশ দেয়া যাবে। মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) পদ্ধতি বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোনো মিউচ্যুয়াল্ড ফান্ড ইউনিটি হোল্ডারদের আর বোনাস লভ্যাংশ দিতে পারবে না। ১৬.০৭.২০১৯ তারিখের (মঙ্গলবার) বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৯৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বে-মেয়াদী ফান্ডের ক্ষেত্রে মেয়াদী ফান্ডের মতো উদ্যোক্তার অংশ ফান্ড গঠনের তারিখ থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এরপর ধারণ করা অংশের কমপক্ষে ১০ শতাংশ উদ্যোক্তাকে ফান্ডের অবসায়ন পর্যন্ত সার্বক্ষণিকভাবে সংরক্ষণ করতে হবে। এর ফলে মেয়াদী ও বে-মেয়াদী ফান্ডের ক্ষেত্রে যে ভিন্নতা ছিল তা দূর হবে।

>> ২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বুধবার (৩১ জুলাই)। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ (সম্ভাব্য) ধরে ঘোষণা করা হবে ২০১৯-২০ সালের মুদ্রানীতি। যা চলতি বছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫ শতাংশ কম। ২০১৯ সালের জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে প্রথম ছয়মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ।

>> পুঁজিবাজারের ধস রোধে গত কয়েক মাসে নানা সংস্কার গ্রহণ করা হয়েছে। যেমন- বিনিয়োগসীমা সংশোধন, প্লেসমেন্ট শেয়ারে লক-ইনের মেয়াদ বাড়ানো, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ানো ও মিউচুয়াল ফান্ডের রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) বাতিল করা হয়েছে। এছাড়াও সংশোধিত হয়েছে বিতর্কিত বুক বিল্ডিং পদ্ধতিও। তারপরও বাজারের পতন থামছে না। চলমান এ মন্দা কাটানোর উদ্যোগ হিসেবে প্রণোদনা স্কিমের ৮৫ কোটি ৬৪ লাখ টাকা ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

>> ভোট আনুষ্ঠানিতা শেষে ঘোষণা করা হয়েছে ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রীর নাম। দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে টপকে কনজারভেটিভ নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ব্যক্তিত্ব বরিস জনসন। ৯২ হাজার ১৫৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বরিস জনসন। তিনি একসময় দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। একইসঙ্গে লন্ডনের মেয়রও ছিলেন।

>> চীনভিত্তিক  দাতাসংস্থা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি)  লুক্সেমবার্গে  দুদিন ব্যাপী চতুর্থ বার্ষিক সভার শেষ দিনে তিনটি নতুন দেশকে নতুন সদস্য করে। ফলে সংস্থাটির সদস্য সংখ্যা একশ এর মাইলফলক ছুঁয়েছে। সভায় আফ্রিকার তিনটি দেশ বেনিন, জিবুতি এবং রুয়ান্ডাকে এআইআইবির নতুন সদস্য করা হয়েছে। ৫৭টি দেশ নিয়ে ২০১৬ সালের জানুয়ারিতে চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ শুরু থেকেই এআইআই’র সদস্য। সদস্য দেশের জনসংখ্যা বিশ্বের মোট জনগোষ্ঠীর ৭৮ শতাংশ। বিশ্ব অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধির হার ৬৩ শতাংশ। লুক্সেমবার্গে অনুষ্ঠিত বার্ষিক সভায় বাংলাদেশের পৌরসভা এলাকায় সুপেয় পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি। সংস্থাটির প্রেসিডেন্ট জিন লিকুন

>> রোববার (১৪.০৭.১৯) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের উপস্থিতিতে তিনটি দলিলে সই করে দুই দেশ। সই করা দলিলগুলো  হচ্ছে- ১)বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়, ২) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোরিয়া ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমির মধ্যে সমঝোতা এবং ৩) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও কোরিয়া ট্রেড-ইনভেস্টমন্টে প্রমোশন এজেন্সির মধ্যে সমঝোতা। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় ১৯৭৩ সালে এবং ১৯৭৫ সালের প্রথম দিকে ঢাকায় দূতাবাস চালু করে কোরিয়া।

>> জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সম্প্রতি তাদের ‘অ্যানুয়াল গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট’  এ জানিয়েছে, বিশ্বের ৭ কোটি মানুষ এখন বাস্তুচ্যুত। গত বছর বিশ্বের ৭০.৮ মিলিয়ন মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যা আগের বছরের তুলনায় যা ২.৩ মিলিয়ন বেশি। প্রতিদিন গড়ে ৩৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। ১৯৫১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত যেখানে মোট জনসংখ্যার মধ্যে বাস্তুচ্যুত হওয়ার হারটা ছিল হাজারে ৩.৭ শতাংশ। কিন্তু ২০১৮ সালে এসে তা দাঁড়িয়েছে ৯.৩শতাংশে। বিশ্বে যত শরণার্থী আছে তাদের দুই-তৃতীয়াংশ হলো সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, মিয়ানমার এবং সোমালিয়ার। আর এই তালিকায় সিরিয়া আছে সবার উপরে। শরণার্থীর সংখ্যা প্রায় ৭০ লাখ। তালিকার দুই নম্বরে রয়েছে আফগানিস্তান। শরণার্থী ২৭ লাখ । সারাবিশ্বে বাড়ছে যুদ্ধ, ধর্মীয় বিদ্বেষ, দেশের অভ্যন্তরীণ কোন্দল। ফলে প্রতিনিয়তই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন অসংখ্য মানুষ।

>> ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়ায়’ নবম সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে । ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। ছবিটি দুটি শাখায় সেরার পুরস্কার অর্জন করে। ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে কাজের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ।

>> ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কিনতে পারবেন না। দেশে মোটরসাইকেল কেনা ও বেচার ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি-যাতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অন্যথায় মোটরসাইকেল কিনতে পারবেন না।

>> রেকর্ড পরিমাণ ২৩০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হলো যুক্তরাজ্যভিত্তিক বিমান পরিবহন সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজকে। তাদের ওয়েবসাইট ত্রূটির কারণে আনুমানিক ৫ লাখ কাস্টমারের ব্যক্তিগত তথ্য বেহাত সংস্থাটি এই জরিমানার কবলে পড়ে। ইউরোপীয় ইউনিয়ন জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন নামের এই আইনটি কার্যকর হয় গত বছর থেকে। বিদ্যমান আইন প্রণীত হওয়ার পর এ পর্যন্ত যত জরিমানা করা হয়েছে তার মধ্যে এটিই সর্বোচ্চ।

>> বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন (২০১৬-১৭) অনুযায়ী দেশে শিক্ষিত, স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। এর মধ্যে শিক্ষিত ও স্বল্পশিক্ষিতের (যাদের বয়স ১৫ বছর ও তদুর্ধ) সংখ্যা ২৩ লাখ ৭৭ হাজার এবং অশিক্ষিত বেকার ৩ লাখ। ৩ লাখ অশিক্ষিত বেকারের মধ্যে ১ লাখ ২৬ হাজার পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার নারী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেকার ৪ লাখ পাঁচ হাজার। ২০১৬-১৭ অর্থবছরে দেশে কর্মে নিযুক্ত জনসংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮ লাখ। এ সময়ে দেশে প্রায় দুই কোটি লোকের নতুন কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত লেবার ফোর্স সার্ভে, ২০১৬-১৭ এর হিসাব অনুযায়ী বর্তমানে বেকারের হার মোট শ্রমশক্তির ৪.২ শতাংশ। (৮,জুলাই জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বের তথ্যানুযায়ী)।

>> বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না পাওয়ায় নির্দিষ্ট সময়ের অনেক আগেই টাইগার কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল এই ইংলিশ কোচ। ২০১৮ সালের ৭ জুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রোডসকে নিয়োগ দেয় বিসিবি। রোডসের সেরা সাফল্য আসে ২০১৮ সালের এশিয়া কাপে।

>> তারল্য সংকট বাড়ছেঃ চলতি বছরের মার্চে ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ২৩ হাজার ২০৬ কোটি টাকা। আগের বছরের মার্চে যা ছিল ৯ লাখ ২৫ হাজার ২৭৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে মাত্র ১০ দশমিক ৫৮ শতাংশ। বেসরকারি খাতের ঋণ বেড়েছে প্রায় ১২ শতাংশ। আমানত সংগ্রহ তুলনামূলক কম হওয়ায় ব্যাংকের তারল্য ৬ দশমিক ১৯ শতাংশ কমে গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে তরল সম্পদ (লিকুইড অ্যাসেট) দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৮৯৮ কোটি টাকা। গত বছরের মার্চে যা ছিল ২ লাখ ৬৪ হাজার ২৬৭ কোটি টাকা। এক বছরে তারল্য কমেছে ১৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

>> উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

>> দ্বাদশ বিশ্বকাপে টাইগারদের প্রাপ্তিঃ অলরাউন্ডার সাকিব আল হাসান ৬০৬ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট। ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি । এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের তিনটি সেঞ্চুরি রয়েছে। এর দুটিই এসেছে সাকিবের ব্যাট থেকে অপরটি করেছেন মুশফিক।  কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৮ ম্যাচে ২০ উইকেট পেয়েছেন, যা এক বিশ্বকাপ আসরে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া টানা ২ ম্যাচে মোস্তাফিজ ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। কোনো টাইগার বোলার অতীতে এমন কীর্তি গড়তে পারেননি।

>> যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭.১। শুক্রবার (৫ জুলাই) রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় কের্ন প্রদেশের রিডগেক্রেস্ট শহরের কাছেই সাত দশমিক এক মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে। টানা প্রায় ৪০ সেকেন্ড ধরে এর কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ইতোমধ্যে বেশ কিছু জায়গার বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি এর আঘাতে ফাটল দেখা দিয়েছে কয়েকটি ভবন ও রাস্তাতে। এটিই এ অঙ্গরাজ্যে দুই দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

>> রোমানিয়ার প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেয়ানু নেতৃত্বাধীন বামপন্থি সরকার  কর্তৃক দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তদের কারামুক্তির পথ খুলে দিয়ে একটি আদেশ পাস হওয়ার পর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বড় আকারে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন। রাজধানী সহ বিভন্নি শহরে সরকারের পদত্যাগ চেয়ে লাখো মানুষের সমাবেশ ঘটে।

>>দুর্নীতি এবং কর ফাঁকি রুখতে ভারতে এপ্রিল থেকে তিন লাখ রুপি বা তার বেশি নগদ অর্থ লেনদেন করা যাবে না। কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলিএকথা বলেছেন। কালো টাকা ও কর ফাঁকি ঠেকানোর ব্যবস্থা  এবং অবৈধভাবে বিদেশি ব্যাংক একাউন্টে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার উপায় বের করতে ভারতের সুপ্রিম কোর্ট এসআইটি গঠন করে। এসআইটির পক্ষ থেকেই তিন লাখ বা তার বেশি অর্থ লেনদেনে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেওয়া হয়। দুর্নীতি দমনে নতুন আরও কয়েকটি উদ্যোগ্যর মধ্যে একটি হচ্ছে, এখন থেকে উৎসের বর্ণনা না দিয়ে সর্বোচ্চ দুই হাজার রুপি দান করা যাবে। আগে যা ছিল, ২০ হাজার রুপি। দুর্নীতি দমন ও কালো টাকা নিয়ন্ত্রণে গত বছর ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সবচেয়ে বড় দুইটি নোট (৫০০ ও ১০০০ রুপির নোট) অচল ঘোষণা করেন।

>> ঢাকা ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার (০৪, জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের উপস্থিতিতে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। চুক্তি গুলো হচ্ছে- ১.রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য সংক্রান্ত এলওসি। ২.সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন কর্মসূচি নিয়ে সমঝোতা স্মারক। ৩.ইয়ালু ঝাংবো ও ব্রহ্মপুত্র নদীর তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক ও তা বাস্তবায়নের পরিকল্পনা। ৪. বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে অর্থনীতি ও কারিগরি সহযোগিতা বিষয়ক চুক্তি। ৫. ইনভেস্টমেন্ট কোঅপারেশন ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা নিয়ে সমঝোতা স্মারক। ৬.পিজিসিবি প্রকল্পের আওতায় বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক জোরদার প্রকল্পের জন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ৭.ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ নিয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ৮. ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ নিয়ে গভর্নমেন্ট কনসেশনাল লোন এগ্রিমেন্ট। ৯. ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ নিয়ে প্রিফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট লোন এগ্রিমেন্ট।

>> স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪১ টাকা পর্যন্ত বাড়লো। এতে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম বেড়ে ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়াবে। বৃহস্পতিবার(০৪, জুলাই) থেকে সারা দেশে এই দর কার্যকর হবে। বুধবার (৩,জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়।

>> ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো (সামার) ২০১৯’ –যা দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার সুযোগ করে দিবে। আগামী ৪ থেকে ৬ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হবে এই মেলা। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি দ্বাদশ প্রদর্শনী।

>> প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী পর্বে যোগদান শেষে আজ (৩, জুলাই) সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীবাহী বিমানটি বেইজিংয়ের উদ্দেশে দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দালিয়ানে ২ জুলাই ডব্লিউইএফ সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী ডব্লিউইএফ’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ‘কো-অপারেশন ইন দ্যা প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

>> ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থ শ্রীলঙ্কার ‍পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা মঙ্গলবার তাদের গ্রেপ্তারের খবর দেন বলে জানায় এনডিটিভি।  অ্যাটর্নি জেনারেল সোমবার পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনার পর তাদের গ্রেপ্তার করা হয়।গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় দুই দফায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় বোমা হামলায় ২৫৮ জনের মৃত্যু হয়।

>> আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে গ্রিস পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে এমপি পদে নির্বাচন করছেন বাংলাদেশের ছেলে জাকির হোসেন বালি। জাকির গ্রিসের আধারছিয়া পার্টির মনোনয়ন নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকির গ্রিসের রাজধানী এথেন্সে ৩০ বছর যাবৎ সপরিবারে বসবাস করে আসছেন। পেশায় ব্যবসায়ী জাকির দীর্ঘদিন এথেন্সে থাকায় স্থানীয় লোকজনের সঙ্গে তার মধুর সম্পর্ক রয়েছে।

>> শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর আয়োজনে সরকারের এ-টু-আই প্রকল্পের আওতায় ‘পাটকলে অনলাইন কাইজেন পদ্ধতির বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনলাইন কাইজেন সফটওয়্যার ব্যবহারে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ফিরে আসবে পাটের হারানো গৌরব। শিল্প-কারখানায় উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সচেতনতা ও নজরদারি বাড়িয়ে শতকরা ৫ ভাগ থেকে ২৫ ভাগ পর্যন্ত উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এ জন্য কোনো ধরনের উৎপাদন ব্যয় বাড়ানোর প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে জাপানের ঐতিহ্যবাহী কাইজেন পদ্ধতির অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

>> কোরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ।কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। কোরিয়া বাংলাদেশের পাওয়ার ও অবকাঠামো উন্নয়নে অধিক বিনিয়োগ করতে চায়। গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোরিয়ায় রপ্তানি করেছে ২৫৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ১২৪০.৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ মাসে কোরিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এ সময় বাংলাদেশে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে আশা করা যায়।

>> ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা বাড়িয়েছে। বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা হ্রাস করে মজুদের পরিমাণ যে সীমার মধ্যে রাখতে রাজি ছিল, অবশেষে তা অতিক্রম করেছে দেশটি। আইএসএনএর খবরে বলা হয়, ৩০০ কেজির যে সীমা বেঁধে দেয়া হয়েছিল তা ছাড়িয়ে গেছে ইরান। দেশটি এটাকে যৌথ সামগ্রিক কর্ম-পরিকল্পনার অধীনে তাদের অধিকার হিসেবে বিবেচনা করছেন।

>> মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ আগামী ৭ জুলাই দু’দিনের সফরে ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। ঢাকা সফরকালে সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট, মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি পাঠানো, দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা ইত্যাদি আলোচনা প্রাধান্য পাবে।

>> ২০১৬ সালে তুরস্কের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ৮২ সন্দেহভাজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ৮২ সন্দেহভাজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর থেকে এর সঙ্গে জড়িত সন্দেহে সেনা কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার, চাকরিচ্যুতির ঘটনা নিয়মিত ঘটছে তুরস্কে। এক সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের মিত্র ফেতুল্লা গুলেনকে ব্যর্থ এ অভুত্থ্যানের জন্য দায়ী করা হয়। যদিও তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ মাথায় নিয়ে ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি।

>> ২০১১ সালে লিবিয়ায় সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে হত্যার পর থেকে লিবিয়ায় সহিংসতা চলছে। লিবিয়ায় একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোরে দেশটির রাজধানী ত্রিপোলির তাজৌরা এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে জানা গেছে। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। লিবিয়ার জরুরি বিভাগগুলোর মুখপাত্র ওসামা আলী জানিয়েছেন, অভিবাসী আটক কেন্দ্রটিতে ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। বিমান হামলায় তারা সবাই হতাহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

>> বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প’ নামে দেশের দুর্যোগকবলিত এলাকাগুলোতে নির্মিত হচ্ছে ৫৫৬টি অত্যাধুনিক সাইক্লোন শেল্টার। দুই হাজার ৯৪৫ কোটি টাকা ব্যয়ে দেশের ৯টি জেলার বিভিন্ন ইউনিয়নে এসব সাইক্লোন শেল্টার নির্মাণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সময় উপক‚লীয় মানুষের আশ্রয় ও নিরাপত্তা দিতে এসব সাইক্লোন শেল্টার নির্মাণ করছে সরকার। নির্মাণকাজ সম্পন্ন হলে এসব সাইক্লোন শেল্টারে দুর্যোগ মুহূর্তে কয়েক লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৬ থেকে শুরু হওয়া এ প্রকল্প সম্পন্ন হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে। এলজিইডি মন্ত্রণালয়ের আওতায় নির্মিতব্য দুর্যোগপূর্ণ এলাকগুলোতে প্রকল্পগুলো করা হচ্ছে।