Print
Hits: 1811

>> ইতিহাস অলিম্পিয়াড: মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের তত্ত্বাবধায়নে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ইতিহাস অলিম্পিয়াড’। ২০২০ সালে চতুর্থ আন্তর্জাতিক ইতিহাস অলিম্পিয়াডের দল নির্বাচন করতে সারা দেশে এ আয়োজন শুরু হবে ১২ জুলাই। এ বছর মোট ১২টি আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াডের বিজয়ীরা জাতীয় ইতিহাস অলিম্পিয়াডে অংশ নেবে।

>> ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। মৌখিক পরীক্ষার জন্যে মনোনীত হয়েছে ৯,৮৬২ জন :  এতে নতুন ১৩৬টি পদের সংখ্যা বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবের ভিত্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে বিষয়টি জানানো হয়েছে। ফলে ৩৮তম বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এবারই প্রথম তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে।

>> অর্থ বিল ২০১৯ পাস: পুঁজিবাজারে প্রণোদনায় সংশোধন, আমদানি পণ্যের শুল্কহার সংশোধন, একাধিক মূসক হার প্রচলন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমাবৃদ্ধিসহ বেশ কিছু পরিবর্তন ও সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল ২০১৯ পাস হয়েছে। ২৯ জুন (শনিবার) অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ বিল জাতীয় সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

>> আবারও বাড়ল গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ৩২ দশমিক ৮ শতাংশ। ফলে ১ জুলাই থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৭৫ এবং এক চুলার জন্য ৯২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ।

>> রেজিস্ট্রোর সহযোগীতায় ২৭ জুন, ২০১৯ তারিখে  বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চাকরিপ্রার্থী তরুণদের জন্য নানা রকম চাকরির সম্ভাবনা ও সুযোগ তৈরির লক্ষে শুরু হচ্ছে এনআরবি জবস নিবেদিত ব্র্যাক ইউনিভার্সিটি জাতীয় ক্যারিয়ার ফেয়ার ২০১৯।  “তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যারিয়ার মেলায় উপস্থিত থাকবে দেশের সুনামধন্য ১০০টিরও অধিক চাকরিদাতা প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে হবে। www.bracucareerfare.com অথবা www.nrbjobs.com ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে রেজিস্ট্রেশনের সব তথ্য।

>> মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি ঋণচুক্তি ও বিনিময় নোট সই হয়েছে। ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকার এই প্রকল্পে মোট ২৮ হাজার ৯৩৯ কোটি টাকা পর্যায়ক্রমিক ঋণ সহায়তা হিসেবে দেবে জাপান। বিদ্যুতের অব্যাহত চাহিদা পূরণের জন্য প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিকাল কোল-ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে।

>> হজ ফ্লাইট শিডিউল নির্বিঘ্ন করতে ইন্দোনেশিয়ার এয়ারএশিয়া এক্স থেকে তিন মাসের জন্য দুটি এয়ারবাস এ-৩৩০-৩৪৩ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিটি এয়ারবাস ৩৭৫ জন যাত্রী বহনে সক্ষম। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই দুটি উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করবে বিমান। উল্লেখ্য, ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে মোট ১৮৯টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে ডেডিকেটেড ১৫৭ ও শিডিউল ৩২টি ফ্লাইট রয়েছ। হজ শেষে দেশে ফিরিয়ে আনতে ১৪৭টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

>> চলতি ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন:  জুলাই থেকে মে পর্যন্ত অর্থাৎ ১১ মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪১ হাজার কোটি টাকার বিপরীতে এখন পর্যন্ত এনবিআর আদায় করতে পেরেছে ১ লাখ ৯৮ হাজার ৯৯৯ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ।  চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত অর্থাৎ ১১ মাসে এনবিআরের কাস্টমসে ৭০ হাজার ৭০৭ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৫৯ হাজার ৫০১ কোটি টাকা।  ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) এ ১১ মাসের ৯০ হাজার ২১৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭৯ হাজার ১০১ কোটি টাকা। আয়কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। আলোচ্য সময়ে আয়কর ৮০ হাজার ৮০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬০ হাজার ৬৯০ কোটি টাকা। (সূত্রঃ অনলাইন পত্রিকা হতে সংকলিত)

>> বিশ্ব কাপের নতুন রেকর্ড: ২০১৯ এর  বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাট।  ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দুজনের জুটি থেকে আসে ১২৩ রান যার ফলে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন এই দুই অজি ওপেনার। এই নিয়ে ২০১৯ বিশ্বকাপের পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের বেশি জুটি এলো তাদের ব্যাট থেকে, এমন রেকর্ড নেই অন্য কোনো জুটির। ১৯৮৩ সালে ইংল্যান্ডের ক্রিস ট্যাভার ও গ্রায়েম ফোলার চার ম্যাচে প্রথম এই রেকর্ড গড়েন। এরপর ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপ মিলে চার ম্যাচে এই রেকর্ডে নাম লেখান অস্ট্রেলিয়ার ডেভিড বুন ও জিওফ মার্শ জুটি। ১৯৯৬ বিশ্বকাপেও একই কীর্তি গড়েন পাকিস্তানের আমির সোহেল ও সাঈদ আনোয়ার জুটি। এরপর ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন জুটিও এই রেকর্ডে নাম লেখান।

>> চলতি ২০১৮-১৯ অর্থবছরে এখন পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স ১৬শ’ কোটি ডলার ছাড়িয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। চলতি ২০১৮-১৯ অর্থবছরে ২১ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১ হাজার ৬০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে এক হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি। ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার। এর আগের বছর ২০১৬ সালে ছিল এক হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে এক হাজার ৫৩১ কোটি ডলার। আর ২০১৪ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার।

>> বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক গড়ার পর অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান আর ৩০ উইকেটের মালিক এখন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে বিশ্বকাপে ন্যূনতম ৯০০ রানের সঙ্গে ২৫ উইকেট নিতে পেরেছেন মাত্র তিনজন। তারা হলেন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও সাকিব।

>> প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবা উদ্যোগ জিয়ন বাংলাদেশের পণ্যকে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে কাজ করবে প্রযুক্তিখাতের বিলিকন প্রতিষ্ঠান পেপারফ্লাই। সাম্প্রতিক এক চুক্তির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপণীতে পেপারফ্লাইয়ের বিস্তৃত বিপণনকাঠামোর মাধ্যমে জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

>> বিশ্বব্যাপী বিজ্ঞাপনী সংস্থাগুলোর মধ্যে সেরা ক্রিয়েটিভ কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রতিবছর অনুষ্ঠিত হয় কানস লায়নস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবার কানস লায়নস-২০১৯-এ ”গ্রে, ঢাকা” প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের হয়ে। বিজ্ঞাপন জগতের অস্কার হিসেবে পরিচিত কানস লায়নসে এবার তিনটি পুরস্কার জিতেছে তারা। দুটি সিলভার ও একটি ব্রোঞ্জ।  বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে থাকে একটি কানস লায়নস মেডেল ও সার্টিফিকেট।

>>আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করার অভিযোগে জরিমানা গুনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। গতকাল বিশ্বকাপের খেলায় ইংল্যান্ডের সাউথাম্পটনে ভারতের ও আফগানিস্তান ম্যাচে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে অতিরিক্ত আবেদন করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান (অনুচ্ছেদ ২.১) ভঙ্গ করেন কোহলি।

>>ইথিওপিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনসহ আরো অন্তত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির উত্তরাঞ্চলীয় আমহারা রাজ্যে এক অভ্যুত্থানচেষ্টাকালে নিহত হয়েছেন।

>> জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)’ এর সদস্য পদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ৫৪ সদস্য বিশিষ্ট এই পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। ইকোসকের সদস্যপদের মাধ্যমে বাংলাদেশ ইকোসকের আওতাধীন বিভিন্ন ফোরাম, কমিশন, কমিটি, নির্বাহী বোর্ড ও আঞ্চলিক ফোরাম যেমন ইউএনএসকাপ এর সাথে এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাবে এবং বাংলাদেশের সর্বোত্তম উন্নয়ন অনুশীলনসমূহ বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতে পারবে।

>> দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন মতে,  ফেসবুক নিজেদের ক্রিপ্টোকারেন্সির আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির নাম হবে ‘লিবরা’। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প  সফল  হলে বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আমূল পরিবর্তন আসবে। ফলে অচিরেই বিশ্বের সব আর্থিক লেনদেন ব্লকচেইন প্রযুক্তির আওতায় চলে আসবে। প্রচলিত মুদ্রা অর্থাৎ ডলার, পাউন্ড, টাকা ইত্যাদির মতো, ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা বা বিনিময় মাধ্যম। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। প্রচলিত এমন মুদ্রা হলো—বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো,  লাইটকয়েন ইত্যাদি।

>> ২০৪১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের স্তর পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সুখী উন্নত- সমৃদ্ধ সোনর বাংলা গড়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

>> বিশ্বের বর্তমান ৭৭০ কোটি জনসংখ্যার সঙ্গে আগামী ৩০ বছরের মধ্যে আরো ২০০ কোটি যোগ হয়ে ২০৫০ সালের মধ্যে মোট জনসংখ্যা ৯৭০ কোটিতে উন্নীত হবে বলে জাতিসংঘ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের জনসংখ্যা বিভাগ থেকে প্রকাশিত ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট ২০১৯ : হাইলাইটস’ শীর্ষক প্রতিবেদনে বৈশ্বিক জনমিতির বিস্তৃত নিদর্শন এবং সম্ভাবনা তুলে ধরা হয়।

Q-Which country has unveiled a growth-friendly budget focused on infrastructure development?

A-Bangladesh

2019 World Blood Donor Day is observed on June 14 with the theme of-Blood Donation and Universal Access to Safe Blood Transfusion

Q-Who among the following has been appointed as the Prime Minister of Papua New Guinea

A-James Marape

Q-This country rejected an Iranian request to buy S-400 missile defense systems

A-Russia

Astronomers discovered the Forbidden Planet, NGTS - 4b in the Neptunian Desert

Q-Mount Etna which erupted recently is located in which of the following country?

A-Italy

Q-Who has issued the first Golden Residence Permit in Abu Dhabi, as part of the Investors Permanent Residence System?

A-Federal Authority for Identity and Citizenship

Q-Which airlines resumed its flights to Pakistan after over 10 years of suspension?

A-British Airways

Q-Nayib Bukele is elected as the new president of this country, recently?

A-El Salvador

Q-India's only orangutan died at Odisha's Nandankanan Zoological Park recently. It's name is

A-Binny

Q-US President Donald Trump announces tariffs on all goods from which country?

A-Mexico

Q-When did the World Milk Day observed?

A-1st June

Q-World milk day was observed on June 1 with the theme of

A-Drink Milk: Today & Everyday

Q-Every year, 31st May was celebrated as World No Tobacco Day. The focus of World No Tobacco Day 2019 is

A-Tobacco and lung health

Q-Name the Chile city which became the southernmost city in the world

A-Puerto Williams

The 14th summit of the Organisation of Islamic Cooperation (OIC) held in Mecca, Saudi Arabia

Q-The '2nd Global Disability Summit' will be held in

A-Buenos Aires

The 1st Arctic Train Service was launched by Russia.

Q-The US will end preferential trade status for which of the following country?

A-India