• অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) ‘ইউনেসকো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
  • ২০১৬ সাল ইতিহাসের উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের জলবায়ু আলোচনার মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করল ডব্লিউএমও। ডব্লিউএমও বলেছে, শিল্পবিপ্লব-পূর্ববর্তী বছরগুলোর তুলনায় ২০১৬ সালে গড় তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ১৬ ডিগ্রি ফারেনহাইট) বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিশ্বের ইতিহাসের উষ্ণতম ১৭টি বছরের মধ্যে চলতি শতকেই নাম লিখিয়েছে ১৬টি। এই রেকর্ডের অর্থ, বৈশ্বিক উষ্ণায়নের যে সর্বোচ্চ সীমা ২ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে, বর্তমান গড় তাপমাত্রা বৃদ্ধির হার তার অর্ধেকের বেশি। বৈশ্বিক উষ্ণায়নের এ ধারা অব্যাহত থাকলে বিশ্ব সামনে আরও প্রাকৃতিক বিপর্যয় দেখতে চলেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা (ডব্লিউএমও)।

  • রাতের আকাশে চাঁদের সৌন্দর্যপিপাসু মানুষের জন্য ১৪.১১.২০১৬ তারিখর বিশেষ রাত। ১৯৪৮ সালের পর আজ রাতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছে। ব্যতিক্রমী ও বড় আকারের এই চাঁদ সুপারমুন নামে পরিচিত। সাধারণ সুপারমুনের ক্ষেত্রে চাঁদ ১২ শতাংশ বড় ও ১৪ শতাংশ উজ্জ্বল দেখায়। কিন্তু এবারের সুপারমুন ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল। আজ রাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা মিলেছে সুপারমুনের।

  • চালু হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন জেলার কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় নির্মাণাধীন। ২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এ স্টেশনের মাধ্যমে ১ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সুবিধাসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেটে সংযুক্ত হবে গোটা দেশ।
  • জেলা জজ ও সচিবদের মর্যাদা সমান করে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংশোধনের চূড়ান্ত রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
  • দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে নিজ দেশের শুভেচ্ছাদূত হলেন ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়। আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারও ভারতেই আয়োজন করা হয়েছে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের।
  • দীর্ঘ ৩১ বছর পর মালয়েশিয়া থেকে ‘আরভি মীন সন্ধানী’ নামে একটি জাহাজ নামাবে সমুদ্র অধিদপ্তর। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করার কথা রয়েছে। গত ৬ জুন জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। ‘বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক প্রকল্পের অধীনে এ বৈজ্ঞানিক জাহাজটি ক্রয় করা হয়েছে
  • আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। শহীদ  নূর হোসেন ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এমন লেখা স্লোগান নিয়ে বিক্ষোভ করেছিলেন। পরে রাজধানীর জিরো পয়েন্টে (শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
  • অক্টোবর মাসে সামান্য বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী গত অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। গত সেপ্টেম্বরে এ হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
  • ফায়ার সার্ভিস স্টেশনের প্রথম নারী অফিসার বা স্টাফ অফিসার লিমা খানম, খালেদা ইয়াসমিন ও লাসমিন সুলতানা।
  • বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে স্মার্টসিটি সমাধান নিয়ে হ্যাকাথন প্রোগ্রাম। প্রেনিউর ল্যাব ও গ্রামীণফোনের উদ্যোগ হোয়াইট বোর্ডের আয়োজনে এ অনুষ্ঠানটি ১১ থেকে ১২ নভেম্বর গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ৩৬ ঘণ্টার এ স্মার্টসিটি হ্যাকাথনে তরুণেরা বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন।