Print
Hits: 1256

১৪১. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

 ক. উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী

খ.পাখি পালন বিষয়াদি

গ.বাজ পাখি পালন বিষয়াদি

ঘ. উড়োজাহাজ ব্যবস্হাপনা

সমাধানঃ পাখি পালন বিষয়াদি

 

১৪২. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

ক.১ কিলোগ্রাম

খ.১০কিলোগ্রাম

গ.১০০ কিলোগ্রাম

ঘ.১০০০ কিলোগ্রাম

 সমাধানঃ ১০০কিলোগ্রাম

 

১৪৩. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

ক.সাদা

খ.কালো

গ.লাল

ঘ.ধূসর

সমাধানঃ কালো

 

১৪৪. সাধারন বৈদ্যুতিক বাল্রে ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

ক. নাইট্রোজেন

খ. হিলিয়াম

গ. নিয়ন

ঘ. অক্সিজেন

সমাধানঃ নাইট্রোজেন

 

১৪৫. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?

        ক. বাষ্পীয় ইঞ্জিন

        খ. অন্তর্দহন ইঞ্জিন

        গ. স্টারলিং ইঞ্জিন

        ঘ. রকেট ইঞ্জিন

উত্তর : ঘ. রকেট ইঞ্জিন

 

    ১৪৬. ফিউশন প্রক্রিয়ায়-

         ক. একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে

        খ. একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে

        গ. ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়

        ঘ. একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

উত্তর : ক. একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে

 

    ১৪৭. প্রবল জোয়ারের কারন এ সময় -

         ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোন করে থাকে

        খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে

        গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

        ঘ. সূর্য , চন্দ্র, ও পৃথিবী এক সরলে থাকে

উত্তর : ঘ. সূর্য , চন্দ্র, ও পৃথিবী এক সরলে থাকে

 

 

    ১৪৮. নিচের কোন উক্তিটি সঠিক ?

        ক. বায়ু একটি যৌগিক পদার্থ

        খ. বায়ু একটি মৌলিক পদার্থ

        গ. বায়ু একটি মিশ্র পদার্থ

        ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

উত্তর : গ. বায়ু একটি মিশ্র পদার্থ

 

    ১৪৯. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়াছে সেটি হচ্ছে -

        ক. মূল মধ্যরেখা

        খ. কর্কট ক্রান্তি রেখা

        গ. মকর ক্রান্তি রেখা

        ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

 উত্তর : খ. কর্কট ক্রান্তি রেখা

 

    ১৫০. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্ছলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় -

         ক. আয়ন বায়ু

        খ. প্রত্যায়ন বায়ু

        গ. মৌসুমি বায়ু

        ঘ. নিয়ত বায়ু

উত্তর : ঘ. নিয়ত বায়ু

 

    ১৫১. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -

         ক. এটি হাল্কা ও দামে সস্তা

        খ. এটি সব দেশেই পাওয়া যায়

        গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

        ঘ. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

উত্তর : গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

 

    ১৫২. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -

        ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

        খ. প্রতিসরণ

        গ. বিচ্ছুরণ

        ঘ. পোলারায়ন

উত্তর : খ. প্রতিসরণ

 

    ১৫৩. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -

        ক. ৭৫ ডি বি

        খ.  ৯০ ডি বি

        গ. ১০৫ ডি বি

        ঘ. ১২০ ডি বি

উত্তর : গ. ১০৫ ডি বি

 

    ১৫৪. আকাশে বিজলি চমকায়-

        ক. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে

        খ. মেঘের অসংখ্য পানি ও বরফ কনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

        গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে

        ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্হায় এলে

উত্তর : খ. মেঘের অসংখ্য পানি ও বরফ কনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

 

    ১৫৫. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-

        ক. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

        খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

        গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

        ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

উত্তর : গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

 

    ১৫৬. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-

        ক. অফসেট মুদ্রন পদ্ধতিতে

        খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

        গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে

        ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

উত্তর : খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

 

    ১৫৭. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -

        ক. নাইট্রিক এসিড

        খ. সালফিউরিক এসিড

        গ.এমোনিয়াম ক্লোরাইড

        ঘ. হাইড্রোক্লোরিক এসিড

উত্তর : খ. সালফিউরিক এসিড

 

    ১৫৮. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -

        ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়

        খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

        গ. পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে

        ঘ. পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

 উত্তর : খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

 

    ১৫৯. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -

         ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ

        খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন

        গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন

        ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

 উত্তর : ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

 

    ১৬০. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -

        ক. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি

        খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি

        গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা

        ঘ. গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

 উত্তর : খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি