১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা "বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন" অংশের প্রশ্নোত্তর নিয়ে ”বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী” প্রস্তুতি সিরিজ। বিসিএস প্রিলি প্রস্তুতি এর জন্য  kedupoint.com এর ”বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক” থেকে বিভিন্ন প্রশ্নোত্তর ভালভাবে আয়ত্ব করুন।

১. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত -

       ক. দুটি রেডক্রস কনভেনশন নামে

       খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে

       গ. চারটি রেডক্রস কনভেনশন নামে

       ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে

 উত্তর : গ. চারটি রেডক্রস কনভেনশন নামে

 

২. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?

        ক. জেনেভায়

       খ. লন্ডনে

       গ. প্যারিসে

       ঘ. হেগে

 উত্তর : ঘ. হেগে

 

৩. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বারিত হয়?

       ক. ১৯৫০

       খ. ১৯৫৫

       গ. ১৯৬৫

       ঘ. ১৯৬৬

 উত্তর : ঘ. ১৯৬৬