১২১. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?

ক. মুহাম্মদ শহীদুল্লাহ

খ. মুহাম্মদ আবদুল হাই

গ. মুনীর চৌধুরী

ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী

উত্তর: ক. মুহাম্মদ শহীদুল্লাহ

 

১২২. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?

ক. দেবেন্দ্রনাথ ঠাকুর

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রামমোহন রায়

ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

উত্তর: খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

১২৩. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?

 ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

খ. নবীনচন্দ্র সেন

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত

 

১২৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

ক. বিষের বাঁশী

খ. বন্দীর বন্দনা

গ. সন্দ্বীপের চর

ঘ. রূপসী বাংলা

উত্তর: ক. বিষের বাঁশী

 

১২৫. ‘কবর’ নাটক কার রচনা?

 ক. শহীদুল্লাহ কায়সার

খ. জহির রায়হান

গ. মুনীর চৌধুরী

ঘ. সত্যেন সেন

 উত্তর: গ. মুনীর চৌধুরী

 

১২৬. ‘চাঁদের হাট’ অর্থ কী?

ক. বন্ধুদের সমাগম

খ. আত্মীয় সমাগম

গ. প্রিয়জন সমাগম

ঘ.গণ্যমান্যদের সমাগম

উত্তর: গ. প্রিয়জন সমাগম

 

১২৭. কোন বানানটি শুদ্ধ?

ক. সূচিষ্মিতা

খ. সূচিস্মিতা

গ. সূচীস্মিতা

ঘ. সুচিস্মিতা

উত্তর: ঘ. সুচিস্মিতা

 

১২৮. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক. ক্লান্তিহীন

খ. অক্লান্ত

গ. অক্লান্ত কর্মী

ঘ. অবিশ্রাম

উত্তর: গ. অক্লান্ত কর্মী

 

১২৯. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?

ক. দেশি

খ. বিদেশি

গ. তৎসম

ঘ. তদ্ভব

উত্তর: গ. তৎসম

 

১৩০. ক্রিয়াপদ ‒

ক. সবসময়ে বাক্যে থাকবে

খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

গ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়

ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

উত্তর: খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

 

১৩১. কোনটি অনুজ্ঞা?

 ক. তুমি গিয়েছিলে

খ. তুমি যাও

গ. তুমি যাচ্ছিলে

ঘ. তুমি যাচ্ছ

উত্তর: খ. তুমি যাও

 

১৩২. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?

 ক. অনুভূতি

খ. গালি

গ. প্রত্যঙ্গ

ঘ. শক্তি

উত্তর: ঘ. শক্তি

 

১৩৩. কোন বানাটি শুদ্ধ?

 ক. মুমুর্ষু

খ. মুমূর্ষু

গ. মূমুর্ষু

ঘ. মূমূর্ষু

উত্তর: খ. মুমূর্ষু

 

১৩৪. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

 ক. ব্রজধামে কথিত ভাষা

খ. এক রকম কৃত্রিম কবিভাষা

গ. বাংলা ও হিন্দির যোগফল

ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা

উত্তর: ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা

 

১৩৫. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

 ক. উদাসীন

খ. প্রতিকুল

গ. রাগহীন

ঘ. বিশেষভাবে রুষ্ট

 উত্তর: ক. উদাসীন

 

১৩৬. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. রামকৃষ্ণ পরমহংস

ঘ. বিবেকানন্দ

উত্তর: ক. চণ্ডীদাস

 

১৩৭. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক. চতুরঙ্গ

খ. চতুষ্কোণ

গ. চতুর্দশী

ঘ. চতুষ্পাঠী

উত্তর: ক. চণ্ডীদাস

 

১৩৮. কোনটি কাব্যগ্রন্থ?

ক. কবিতা

খ. কাব্যপরিক্রমা

গ. কয়েকটি কবিতা

ঘ. বাঙলার কাব্য

উত্তর: গ. কয়েকটি কবিতা

 

১৩৯. কোনটি নাটক?

ক. কর্তার ইচ্ছায় কর্ম

খ. গড্ডালিকা

গ. পল্লীসমাজ

ঘ. সাজাহান

উত্তর: ঘ. সাজাহান

 

১৪০. ‘আবোল-তাবোল’ কার লেখা?

ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

গ. সুকুমার রায়

ঘ. সত্যজিৎ রায়

উত্তর: গ. সুকুমার রায়